অ্যাশেজে বিব্রতকর রেকর্ড, অস্ট্রেলিয়ায় কি কখনোই জিতবেন না রুট?
সন্দেহাতীতভাবে ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটার জো রুট। ইতোমধ্যে তিনি টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহকে পরিণত হয়েছেন। তবে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত ১৭টি টেস্ট খেলে কোনো জয়ের স্বাদ পাননি। এর মধ্যে ১৫ ম্যাচে হার এবং বাকি দুটি ম্যাচে ড্র। এ ছাড়া দেশটির মাটিতে সর্বোচ্চ টেস্ট হারে রুট যৌথভাবে শীর্ষে উঠেছেন।
গতকাল অ্যাডিলেডে শেষ হয়েছে চলমান অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। এই সিরিজের তিনটি ম্যাচেই হেরে ইংলিশরা সিরিজ হাতছাড়া করেছে। যদিও বাকি আরও দুটি টেস্ট। তৃতীয় টেস্টে ৪৩৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৫২ রানে অলআউট হয়েছেন স্টোকস-রুটরা। আগে থেকেই অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে না পারার আক্ষেপ ছিল রুটের, এবার রেকর্ডই গড়ে ফেললেন তিনি। যদিও নির্দিষ্ট দেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট (১৫) হারের কীর্তিতে রুট সঙ্গে পাচ্ছেন দুই স্বদেশি অ্যালিস্টার কুক ও জেমস অ্যান্ডারসনকে।
বিজ্ঞাপন
এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি করে টেস্ট হেরেছেন ইংল্যান্ডের জ্যাক হবস ও ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ক্যারিবীয় মহাতারকা ব্রায়ান লারা হেরেছেন ১৩ টেস্ট। একই ভূখণ্ডে উইলফ্রেড রোডস ১২, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, কেভিন পিটারসেন, অ্যালেক স্টুয়ার্ট, বেন স্টোকস, কোর্টনি ওয়ালশ ও বব উইলিস ১১ বার টেস্টে হার দেখেছেন।
বিজ্ঞাপন
চলমান অ্যাশেজ সিরিজে রুটের সামনে আরও দুটি ম্যাচ বাকি। সেখানে আর একটিতে হারলেও সবাইকে বিব্রতকর রেকর্ডে সবাইকে ছাড়িয়ে যাবেন ইয়র্কশায়ারের এই তারকা ব্যাটার। ২০১৩-১৪ অ্যাশেজ দিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলেন রুট। সেবার ইংলিশরা হোয়াইটওয়াশ হয়। যদিও ওই সিরিজে কেবল এক ম্যাচ খেলা হয় রুটের। ২০১৭-১৮ অ্যাশেজে তার নেতৃত্বে অজিদের মাটিতে খেলতে যায় দল, যেখানে ইংল্যান্ড ৪টি হার ও একটিতে ড্র দেখেছেন। একই ফল (৪ হার ও এক ড্র) দেখেছেন ২০২১-২২ অ্যাশেজেও।
অবশ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি টেস্ট (হোম-অ্যাওয়ে মিলিয়ে) হারের রেকর্ডটা সাবেক ক্যারিবীয় তারকা শিবনারায়ণ চন্দরপলের দখলে। তিনি মোট ৭৭ টেস্টে হেরেছেন। এই তালিকায় যথাক্রমে আছেন জেমস অ্যান্ডারসন (৬৮), ব্রায়ান লারা (৬৩), মুশফিকুর রহিম (৬৩) ও জো রুট (৬৩)। বিদেশের মাটিতেও সর্বোচ্চ ৫২ টেস্টে হেরেছেন চন্দরপল। এ ছাড়া লারা ৪৩, অ্যান্ডারসন ও টেন্ডুলকার ৪২, এবং রুট ও ইউনুস খান ৪১টি করে হেরেছেন।
এএইচএস