বড়দিনের আগে বড় ধাক্কা খেল ম্যানইউ
অ্যাস্টন ভিলার বিপক্ষে গতকাল (রোববার) ২-১ গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর এই ম্যাচে চোট পেয়েছেন তাদের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস। কোচ রুবেন আমোরিম বললেন, কয়েক ম্যাচের জন্য তারা হারাতে যাচ্ছে পর্তুগিজ মিডফিল্ডারকে।
ভিলা পার্কে প্রথমার্ধের শেষ দিকে ঊরু ধরে ব্যথায় কাতরাতে থাকেন ফের্নান্দেস। হাফটাইম পর্যন্ত তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর নামেননি। তার বদলি করা হয় লিসান্দ্রো মার্তিনেজকে।
বিজ্ঞাপন
আমোরিম বললেন, ‘আমার মনে হয়, এটা সফট টিস্যু (সমস্যা), হয়তো কয়েক ম্যাচ খেলতে পারবে না সে। আমি নিশ্চিতভাবে জানি না, দেখা যাক। এসব জিনিস তো আমাদের নিয়ন্ত্রণে নেই। সে সবসময় ফিট থাকে, আশা করি সে দ্রুত সেরে উঠবে। কিন্তু আমি জানি না।’
ফের্নান্দেসকে হারানো ম্যানইউর জন্য বড় ধাক্কা। আফ্রিকা নেশনস কাপ খেলতে চলে গেছেন ব্রায়ান এমবেউমো, আমাদ দিয়ালো ও নৌসাইর মাজরাওনি। ইনজুরিতে আছেন মাথিয়াস ডি লিট ও হ্যারি মাগুইরে। ট্রেনিংয়ে পায়ের চোট নিয়ে ভিলার মুখোমুখি হওয়ার আগে স্কোয়াড থেকে সরে দাঁড়ান কোবি মাইনু। আর কোনো উপায় না থাকায় ১৮ বছর বয়সী জ্যাক ফ্লেচার ও শিয়া লাসিকে অভিষেক করান।
বিজ্ঞাপন
বড়দিনের পরের দিন ২৬ ডিসেম্বর বক্সিং ডে ম্যাচে ইউনাইটেড খেলবে নিউক্যাসলের বিপক্ষে। ওল্ড ট্রাফোর্ডে ফের্নান্দেস সেই ম্যাচে খেলতে না পারলে ২০২০ সালে ম্যানইউতে যোগ দেওয়ার পর তৃতীয়বারের মতো ইনজুরির কারণে তাকে দর্শক হয়ে থাকতে হবে। ২০২২ সালে মার্চে ফ্লুর কারণে এক ম্যাচ খেলেননি তিনি। ২০২৪ সালের মে মাসে হাঁটুর ইনজুরিতে দুই ম্যাচে ছিলেন না।
এই ম্যাচ জিতে দারুণ এক কীর্তি গড়েছে ভিলা। ১৯৯০ সালের পর প্রথমবার টানা সপ্তম লিগ ম্যাচ জিতল তারা, আর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের দশম জয়।
এফএইচএম/