বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। তবে তার সঙ্গে আপাতত আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তালিকায় জেমি সিডন্সসহ আরও অনেকেরই নাম ছিল। তবুও কেন প্রিন্সকে বেছে নেওয়া সেটির ব্যাখ্যা দিয়েছে বিসিবি।

আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারপার্সন আকরাম খান বলেন, ‘আমাদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, দক্ষিণ আফ্রিকান। খেলোয়াড় হিসেবে তার রেপুটেশন অনেক ভালো। একই সঙ্গে কোচের সঙ্গে (প্রধান কোচ) আলাপ-আলোচনা করে আমরা ওকে নিয়েছি। কোচ ওকে খুব হাইলি র‌্যাঙ্ক করেছে। ওকে আমরা এই সিরিজটার জন্য নিয়েছি। তারপর আমরা দেখে ভবিষ্যতের কথা চিন্তা করব।’

টাইগারদের বর্তমান ব্যাটিং পরামর্শক জন লুইসের সঙ্গে বোর্ডের ক্রিকেট প্রশাসনের চুক্তির মেয়ার শেষ হয়েছে গেল মে মাসে, শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। লুইসের সঙ্গে যে চুক্তি বাড়ছে না সেটি আগেই জানিয়েছিল বিসিবি। তার জায়গায় নিতে একাধিক নামের ভিড়ে ছিল বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সিডন্সেরও।

সিডন্স প্রসেঙ্গে আকরাম বলেন, ‘অনেকেই ছিল। আরও তিন-চার জনের নাম ছিল। আমরা চেষ্টা করেছিলাম। যারা দলে আছে তাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

টিআইএস/এটি