পেপ গার্দিওলা ও জ্যাক গ্রিলিশ/ফাইল ছবি

গেল এপ্রিলেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, নতুন স্ট্রাইকার কেনার অর্থ নেই ক্লাবের কোষাগারে। সেই ম্যানচেস্টার সিটিই এবার প্রায় ১ হাজার ১ শ’ ৭৭ কোটি টাকার বিনিময়ে দলে ভেড়াতে যাচ্ছে ইংলিশ তারকা ফরোয়ার্ডকে, জানাচ্ছে ইএসপিএন।

মাসখানেক আগে ইংলিশ সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল, ম্যানসিটি আসছে দলবদলে দলে আনতে যাচ্ছে বড় পরিবর্তন। দুই ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ ও হ্যারি কেইনকে কে দলে ভেড়ানোর পথে ছিল দলটি। তার প্রথম ধাপ প্রায় নিয়েই ফেলেছে সদ্যসমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা সিটি।

ইএসপিএন জানাচ্ছে, গ্রেলিশকে অ্যাস্টন ভিলা থেকে সিটিতে আনতে ক্লাবটি ১১৭৬ কোটি টাকা ঢালতে প্রস্তুত। শেষমেশ এই দলবদল আলোর মুখ দেখলে ক্লাব রেকর্ড তো বটেই, ম্যানচেস্টার সিটি পেছনে ফেলবে ব্রিটিশ রেকর্ডকেও। ২০১৬ সালে প্রায় ১ হাজার ৬০ কোটি টাকার বিনিময়ে জুভেন্তাস থেকে পল পগবাকে দলে ভিড়িয়েছিল ম্যানইউ।

ম্যানচেস্টার সিটি এ বিষয়ে কুলুপ এঁটেছে মুখে। কিন্তু বিভিন্ন সূত্র জানাচ্ছে, এ প্রসঙ্গে এখনো অ্যাস্টন ভিলার সঙ্গে সিটি ঐকমত্যে পৌঁছুতে পারেনি। তবে সিটি ব্যবস্থাপকরা একে সম্ভাব্য দলবদল হিসেবেই দেখছেন। ইউরো ২০২০ এর পরে পেপ গার্দিওলা ও সিটির ফুটবল ব্যবস্থাপক জিকি বেগিরিস্টাইনের আগ্রহের কেন্দ্রে থাকা গ্রিলিশকে দলে টানতে পারবে বলে আশাবাদী ক্লাবটি।

তাকে দলে ভেড়ালে অবশ্য কেইনকে কেনার বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানা যাচ্ছে। তবে তিনি দলে এলে দলের অন্য ফরোয়ার্ডদের ভবিষ্যৎ পড়ে যাবে ধোঁয়াশায়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ক্লাবটি থেকে বিদায়ের বিষয়ে ভাবছেন ফরোয়ার্ড বের্নার্দো সিলভা, ইতালি ও স্পেনের বড় বড় কিছু ক্লাব থেকেও আগ্রহ আছে তার ওপর। আরেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিংও ছাড়তে পারেন দল, তবে তিনি কোথায় যাবেন, তার ওপর আদৌ কোনো ক্লাবের নজর আছে কিনা, তা এখনো জানা যায়নি।

এনইউ/এটি