ঢাকা থেকে বিপিএল সরিয়ে নেওয়া প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি
আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএলের নতুন আসর শুরু হতে যাচ্ছে। দেশি এবং বিদেশি তারকাদের নিয়ে ঘরোয়া এই টুর্নামেন্ট সুষ্ঠু ও নিরাপদে শেষ করতে বেশ কিছু বিষয়ে নজর রাখতে হচ্ছে বিসিবিকে। ফলে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বিসিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশজুড়ে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ রাখছেন তারা। আজ (মঙ্গলবার) বিসিবির মিডিয়া সেন্টারে তিনি গণমাধ্যমকে বুলবুল বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ হলো মাঠের খেলা সঠিকভাবে পরিচালনা করা। নিরাপত্তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নির্দেশনা ও সহযোগিতা অনুসরণ করছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা ব্যবস্থা নেব এবং সেজন্য সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
বিজ্ঞাপন
বিপিএলের সিলেট পর্ব শেষে টুর্নামেন্টের খেলা গড়াবে চট্টগ্রামে। সেখানে দ্বিতীয় পর্বের ম্যাচ হবে ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। এরপর ফাইনালসহ বিপিএলের বাকি অংশ ঢাকায় অনুষ্ঠিত হবে বলে সূচিতে বলা হয়েছে। যদিও গুঞ্জন রয়েছে টুর্নামেন্টের বাকি অংশও চট্টগ্রামে শেষ করা হতে পারে। এ নিয়ে বুলবুল বলেন, ‘ঢাকা না ফিরে চট্টগ্রামের ধাপেই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
বর্তমান পরিস্থিতিতে আগামীকাল (বুধবার) বিসিবির পরিচালনা পর্ষদের সভা আছে। এ প্রসঙ্গে বুলবুল জানান, ‘আমাদের প্রধান কাজ হলো মাঠের খেলা সুন্দরভাবে পরিচালনা করা। নিরাপত্তার বিষয়ে আমরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করছি। পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করব এবং সব বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি।’
বিজ্ঞাপন
এসএইচ/এএইচএস