সিলেটে এক বিদেশি এলেন, গেলেন দুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ জাজাই। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
তবে এরপরই দুঃসংবাদ জানাল সিলেট দল। শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আমেরিকান ব্যাটার অ্যারন জোন্সের বাদ পড়ার খবর দিলো। সিলেট টাইটান্স জানিয়েছে, ম্যাথিউস নিজেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর জোন্সকে এনওসি দেয়নি তার দেশের ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাথিউস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রয়োজনীয় ‘অনাপত্তিপত্র’ না পাওয়ায় জোন্স বিপিএলে অংশ নিতে পারবেন না।
এদিকে সিলেটের হয়ে বিপিএলে খেলবেন ইথান ব্রুকস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বছর বয়সী ব্রুকসকে। বিপিএল দিয়েই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তার। ঘরোয়া ক্রিকেটেও অবশ্য বিশেষ কিছু করে দেখাতে পারেননি ব্রুকস।
বিজ্ঞাপন
এসএইচ/এফএইচএম