তাসকিনের শারজাহকে হারাল মুস্তাফিজের দুবাই
এবারের ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টি মিশন শেষ হয়ে গেল দুই বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। গতকাল (বুধবার) নিজেদের শেষ ম্যাচে এই দু’জন পরস্পরের মুখোমুখি হয়েছেন। যেখানে শেষ হাসি হেসেছেন মুস্তাফিজ, তুলনামূলক ভালো বোলিং–ও করেছেন তিনি। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্স ১৩৫ রানের লক্ষ্য দিয়েছিল, যা ৫ বল এবং ৬ পেরিয়েছে ফিজের দুবাই ক্যাপিটালস।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে শারজাহ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান তোলে। তাদের বিপক্ষে শুরুটা ভালো হলেও, পরে খরুচে বোলিং করেন মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৯ রান দিয়েছেন। শেষ ওভারে ১২ রান না দিলে তার বোলিং ফিগার আরও ভালো হতে পারত। বিপরীতে তাসকিন সমান রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন, তবে বোলিং করেন ৩.১ ওভার।
বিজ্ঞাপন
তবে তাসকিনের করা ইনিংসের ১৮তম ওভারে ম্যাচ জয়ের মোমেন্টাম পায় শারজাহ। মাত্র ৫ রানের বিনিময়ে তিনি লিউস ডু প্লয়কে ফেরান। কিন্তু তার এনে দেওয়া সেই সুযোগ ভেস্তে যায় পরের ওভারেই টিম সাউদির ১৮ রান খরচের সুবাদে। ফলে ২০তম ওভারে এসে রভম্যান পাওয়েলের কাছে তাসকিন ছক্কা হজম করতেই হার নিশ্চিত হয় শারজাহ’র। এ নিয়ে দুই দলের দু’বারের দেখায় উভয়টিতেই দুবাই জিতেছে।
বিজ্ঞাপন
আগে ব্যাট করা শারজাহ’র হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন জনসন চার্লস। তবে তার ব্যাটিং ছিল ধীরগতির, ক্যারিবীয় এই ব্যাটার ৪৬ বল খেলেছেন। এ ছাড়া মোনাঙ্ক প্যাটেল ১৩ বলে ২৪ এবং আদিল রশিদ ও হারমিত সিং সমান ১৪ রান করলে ২০ ওভারে শারজাহ’র পুঁজি দাঁড়ায় ১৩৪ রানে। বিপরীতে দুবাইয়ের পক্ষে মুস্তাফিজ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও মোহাম্মদ নবি। তবে হায়দার আলি ও ওয়াকার সালামখিল সর্বোচ্চ ২টি করে শিকার করেছেন।
লক্ষ্য তাড়ায় নেমে সেদিকউল্লাহ অটল ৭ রানে ফিরলেও, শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স জয়ের পথ সুগম করেন। ৩৯ বলে শায়ান ৫১ রান (৬ চার ও ১ ছক্কা) করে আউট হলেও কক্স শেষ পর্যন্ত ৫০ বলে ৬১ রানে (৬ চার ও ১ ছক্কা) অপরাজিত ছিলেন। শেষ দিকে দুবাইকে তাসকিন একটি ধাক্কা দিলেও মোমেন্টাম বদলে যায় সাউদির ওভারে। ৫ বল বাকি থাকতেই তারা ৬ উইকেটের জয় নিশ্চিত করে।
শারজাহ’র হয়ে তাসকিন ও হারমিত সিং একটি করে উইকেট শিকার করেছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। ৯ ম্যাচে পঞ্চম জয়ের পর ১০ পয়েন্ট নিয়ে দুবাই ক্যাপিটালস তিনে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। ৬ পয়েন্ট শারজাহ টেবিলের তলানিতে (৬ নম্বরে)।
এএইচএস