ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শিরোপা অধরা ছিল মুশফিকুর রহিমের। এবার সেই আক্ষেপ ঘোচালেন তিনি। যদিও ইনজুরির কারণে শেষ কয়েক ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি আবাহনী লিমিটেডের অধিনায়ক। মুশফিকের অনুপস্থিতিতে শিরোপা জিতেছে তার দল। উল্লাসে ভাসার আগে দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানালেন, মুশফিককে দেওয়া কথা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তারা।

চোটের পড়ার আগে ডিপিএল সতীর্থদের মুশফিক জানিয়েছিলেন, এই টুর্নামেন্টে তার কোনও শিরোপা নেই। এবার সেই খরা ঘোচাতে মরিয়া তিনি। তবে সুপার লিগের দুই রাউন্ড পরেই চোটে পড়েন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এতে টুর্নামেন্ট শেষ হয়ে যায় তার। আজ (শনিবার) প্রাইম ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। এই ম্যাচের পর ম্যাচসেরার পুরষ্কার হাতে মুশফিকের প্রসঙ্গ টানেন সাইফউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা মুশফিক ভাইকে মিস করেছি গত কয়েকটি ম্যাচে। উনি শুধু আমাদের দল না, জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞ খেলোয়াড়। এরকম বড় ম্যাচে উনাকে ছাড়া খেলা অনেক হতাশার ছিল। তারপরেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, যেহেতু মুশফিক ভাই টিম মিটিংয়ে বলেছিল উনার ডিপিএলে কোনো শিরোপা নাই। আমরা উনার জন্য হলেও সেরাটা দিয়ে খেলেছি। আশা করি আমরা আমাদের কথা রাখতে পেরেছি।’

ব্যাট হাতে ২১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে উল্লাস প্রকাশ করেন জাতীয় দলের এই অলরাউন্ডার, ‘শুরুতেই আল্লাহকে ধন্যবাদ, হাজারও শোকরিয়া। এই ম্যাচটা অনেক চাপের ম্যাচ ছিল, কারণ যে জিতবে সে চ্যাম্পিয়ন। আর গত ম্যাচে শেখ জামালের সাথে হেরে আমরাও কিছুটা ব্যাকফুটে ছিলাম। কিন্তু মানসিকভাবে আমরা চাঙ্গা ছিলাম। এ ম্যাচে জয়ে অবদান রাখতে পেরে, ম্যাচ সেরা হয়ে আমি বেশ আনন্দিত।‘

টিআইএস