কিংসলের ম্যাচে ৩ গোল ও লাল কার্ড
৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় লিগ শুরু হয়েছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বের জন্য গত ১১ মে লিগ বন্ধ হয়ে যায়। বসুন্ধরার হয়ে সেরা একাদশে ছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এটাই তার প্রথম ম্যাচ। তবে সেরা একাদশে ছিলেন না বসুন্ধরার ব্রাজিলের ইনফর্ম ফুটবলার রবসন।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যেতে পারতো রহমতগঞ্জ। চার মিনিটে গোলের ভালো সুযোগ তৈরী করেছিল তারা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাদের আইভোরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি।
বিজ্ঞাপন
১৫ মিনিটে গোল করার মতো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন কিংসলে। কিন্তু তার গ্রাউন্ড শটে বল গোলকিপারের পায়ে লেগে বাইরে চলে যায়। ২৯ মিনিটে সফল হয় বসুন্ধরা কিংস। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রথম গোল পেলেন কিংসলে। জনাথনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান কিংসলে।
তবে দুই মিনিট পরই ম্যাচে সমতা আনতে পারতো রহমতগঞ্জ। মেহেবুব হাসান নয়নের দূরপাল্লার শট বসুন্ধরার গোলকিপার আনিসুর রহান জিকো ভেবেছিলেন বল বাইরে দিয়ে চলে যাবে। কিন্তু তা গোলপোস্টে লেগে প্রতিহত হয়। ৩৯ মিনিটে ম্যাচে সমতা আনে রহমতগঞ্জ। নাইজেরিয়ান মিডফিল্ডার ওদিলির ক্রসে বলের নিয়ন্ত্রণ নেন ক্রিস্ট রেমি। গ্রাউন্ড শটে আনিসুর রহমান জিকোকে পরাস্ত করে বল জালে প্রবেশ করান তিনি।
প্রথমার্ধ শেষ হওয়া আগে আবার ব্যবধান বাড়ায় বসুন্ধরা। আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান কম্বিনেশনে সফল হয় তারা। ৪৪ মিনিটে ব্রাজিলিয়ান জনাথনের ফ্রি কিক থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। বসুন্ধরার ২-১ গোলের লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনে বসুন্ধরা কিংস। ম্যাচের ৫৯ মিনিটে এলিটা কিংসলের জায়গায় মাঠে নামেন রবসন। ৭৫ মিনিটে গোলের দারুণ সুযোগ এসেছিল বসুন্ধরার সামনে। জনাথন গোলের জন্য সময়ও পেয়েছিলেন। কিন্তু জায়গা মতো থেকেও শট গোলমুখে রাখতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
জাতীয় দলে অভিষিক্ত হওয়া তারিক কাজী আজ বদলি হিসেবে ৭১ মিনিটে নেমেছিলেন। ১৬ মিনিটের মধ্যেই মাঠ থেকে উঠে যেতে হয় তারিককে। রেফারির সঙ্গে একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে কথা কাটাকাটিতে সরাসরি লাল কার্ডে দেখেন তারিক। ম্যাচের বাকি সময় দশজন নিয়ে খেলেও সমস্যা হয়নি কিংসের। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে ১৬ ম্যাচে কিংসের পয়েন্ট ৪৬ আর রহমতগঞ্জের সমান ম্যাচে পয়েন্ট ১৪।
এজেড/এমএইচ