৭ রানে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড
সোনাম ইয়েশে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একজনের সাত উইকেট নেওয়ার কীর্তি হয়েছে দুইবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস ও এই বছর ভুটানের বিপক্ষে বাহরাইনের আলী দাউদ সাত ব্যাটারকে ফেরান, তারা যথাক্রমে ৮ ও ১৯ রান দেন। এবার তাদের ছাপিয়ে গেলেন ভুটানের সোনাম ইয়েশে। ২২ বছর বয়সী বাঁহাতি স্পিনার ৮ উইকেট নিয়েছেন, মাত্র ৭ রান দিয়ে।
আজ (শুক্রবার) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতেক ফিল্ডিং নেয় মায়ানমার। ভুটান নামগাং চেজায়ের ৫০ রানে ৯ উইকেটে ১২৭ রান করে।
বিজ্ঞাপন
১২৮ রানের লক্ষ্য দিয়ে ভুটান ৪৫ রানে অলআউট করে মায়ানমারকে। তৃতীয় ওভারে প্রথম চার বলে তিন উইকেট নেন সোনাম।
বিজ্ঞাপন
বাঁহাতি স্পিনার তার দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট নেন। শেষ দুই ওভারে তার জোড়া আঘাত। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দেন সোনাম।
মায়ানমারের পক্ষে দুই ওপেনার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৮২ রানের জয়ে ৩-০ তে এগিয়ে থেকে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে ভুটান।
এফএইচএম/