মাঠে হার্ট অ্যাটাক করেছেন ঢাকার সহকারী কোচ
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করেছেন বলে নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস সূত্র।
বিজ্ঞাপন
বিপিএলের দ্বাদশ আসর শুরুর দ্বিতীয় দিনেই ঘটল এমন ঘটনা। সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার এই কোচকে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
বিপিএল সামনে রেখে দিন দুয়েক আগে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজ রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু হয়েছে ঢাকার। তবে ম্যাচের আগমুহূর্তেই অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারী এই কোচ।
এফআই