বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিন তারা রাজশাহী ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়েছে। নিজেদের প্রথম জয়টি প্রয়াত কোচ মাহবুব আলি জাকিকেই উৎসর্গ করেছে ঢাকা। এই ম্যাচে ঢাকার জয়ে বড় অবদান রেখেছেন সাব্বির রহমান। ঢাকার এই ব্যাটার ১০ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন। আর তাতেই ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় দলটি।

ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসলে জানতে চাওয়া হয় সাব্বির রহমান কি নিয়মিত ফিনিশান রোলেই খেলবেন? জবাবে মিঠুন বলেন, 'আমি ওর শুরু থেকেই সাথে ছিলাম। আমি ওর ক্যাপ্টেন ছিলাম এসএ গেমস থেকে। এসএ গেমসে আমরা গোল্ড পেয়েছিলাম। প্রিমিয়ার লিগও কিন্তু প্রথম দিকে গাজিতে আমার দলের হয়ে খেলেছে। আমি জানি ওর অ্যাবিলিটি কী। ও কোথায় বেশি ইফেক্টিভ।'

দলের প্রয়োজনে সাব্বিরকে আরও উপরে ব্যাট করাবে ঢাকা এমনটাই জানিয়েছেন মিঠুন। তার কাছ থেকে ৫০, ৬০, ৭০ রানের ইনিংস চান না। প্রয়োজনে ১০ রানের ইনিংস চান যাতে দলের কাজে লাগে।

মিঠুন বলেন, 'আমার দলে ও যেখানে কাজে আসবে যদি কখনো আমাদের মনে হয় যে ওকে উপরে পাঠালে আমার টিম উপকৃত হবে অবশ্যই উপরে যাবে। টি-টোয়েন্টি ম্যাচ এমন না যে আপনাকে প্রতি ম্যাচে ৫০, ৬০, ৭০ করতে হবে। টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে আপনি ১০ রান করে ম্যাচ জেতালে ১০০ মারার সমান।'

এসএইচ/এইচজেএস