বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। এখানে খেলছেন এমন বিদেশি ক্রিকেটারদের মাঝে উল্লেখযোগ্য একটি অংশ সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছাড়তে পারেন। আরও বিশেষভাবে বললে অল্প সময়ের মাঝেই বিপিএল ছাড়তে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারা জানুয়ারিতে দুটি সিরিজ খেলবে।

আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। যার জন্য সালমান আলি আগার দল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ওই দলে বর্তমানে বিপিএল খেলছেন এমন ক্রিকেটার আছেন ৭ জন। ফলে ৭ জানুয়ারির আগেই যে তারা বাংলাদেশ ছাড়বেন সেটা অনুমান করা কঠিন নয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের সিলেট পর্ব, এরপর ৫ জানুয়ারি থেকে খেলা গড়াবে চট্টগ্রামে।

বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়েছেন এমন যেসব ক্রিকেটার পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছেন– ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। যদিও এর বাইরে ৮-১০ পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের বিভিন্ন দলের স্কোয়াডে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন অনিভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। যদিও এবারের বিপিএলে তার এখনও মাঠে নামা হয়নি। ২৯ ডিসেম্বর রংপুরের জার্সিতে প্রথমবার তাকে খেলতে দেখা যেতে পারে। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার। এ ছাড়া প্রায় ৬ মাস পর পাকিস্তানের স্কোয়াডে ফিরেছেন শাদাব খান। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার গত জুনে কাঁধের সার্জারি করায় মাঠের বাইরে ছিলেন। তবে বর্তমানে বিগ ব্যাশে বেশ ফর্মে আছেন শাদাব। 

অবশ্য লঙ্কানদের বিপক্ষে আসন্ন সিরিজে পাকিস্তানের স্কোয়াডে নেই সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও আরেক তারকা পেসার হারিস রউফ। তারা পেস আক্রমণ সাজিয়েছে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জাকে নিয়ে। এই সিরিজের পারফরম্যান্স দেখেই ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড সাজাবে পাকিস্তান।

শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের স্কোয়াড : 

সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক

এএইচএস