ভারতের কোচিং প্যানেলে পরিবর্তনের গুঞ্জন, যা বলছে বোর্ড
গৌতম গম্ভীরের ওপর কি আস্থা হারিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)? সাদা বলের ক্রিকেটে সাফল্য দিলেও ভারতের টেস্ট দলের কোচ হিসেবে গম্ভীরের পারফরম্যান্স ভালো না। তাকে লাল বলের ক্রিকেটের কোচ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। বিশেষজ্ঞদের মধ্যেও অনেকে গম্ভীরের কোচিংয়ে খুশি নন। গুঞ্জন আছে, অন্তত টেস্ট ফরম্যাটে কোচের পদ হারাচ্ছেন গম্ভীর।
গম্ভীরকে নিয়ে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকীয়া। তিনি স্পষ্ট করে দিয়েছেন, এখনই গম্ভীরকে লাল বলের কোচের পদ থেকে সরানোর কোনো ভাবনা বা পরিকল্পনা বোর্ডের নেই। চুক্তি অনুযায়ী নিজের কাজ করে যাবেন তিনি।
বিজ্ঞাপন
কেউ কেউ এক ধাপ এগিয়ে বলেছিলেন, ইতোমধ্যেই নাকি কয়েক জন ভারতের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছেন তারা। এসব গুঞ্জনেরও কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শইকীয়া।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে গম্ভীরের। শইকীয়া জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়ম মেনে কোনো কোচের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তাকে সরানো হয় না। এর আগে রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও সেটাই দেখা গেছে। গম্ভীরের ক্ষেত্রেও সেই নিয়ম মানা হবে।
বিজ্ঞাপন
এইচজেএস