‘বিপিএলে পারফর্ম করে পাকিস্তানে পরিচিতি পেয়েছি’
সবশেষ বিপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন খাজা নাফে। ফলস্বরূপ চলমান বিপিএলেও ডাক পেয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। গেল বছর চট্টগ্রাম কিংসের হয়ে খেললেও এবার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। এবারও বিপিএলে পারফর্ম করতে মুখিয়ে আছেন তিনি।
আজ সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফে বলেন, 'জিএসএলেও আমি রংপুরের সাথেই ছিলাম, তাই এটা আমার জন্য নতুন দল নয়। তবে হ্যাঁ, বিপিএলে রংপুর আমার জন্য নতুন দল। ইনশাআল্লাহ, নতুন লক্ষ্য আছে। গত বছর যেমন পারফর্ম করেছিলাম, রংপুর রাইডার্সের জন্যও তেমন পারফর্ম করার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।'
বিজ্ঞাপন
বিপিএলে পারফর্ম করার পর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ হয়েছিল নাফের। যে কারণে নিজেই জানিয়েছেন বিপিএল তার জন্য পাকিস্তানের ক্রিকেটের দরজা খুলে দিয়েছিল, 'গত বছর আমি ভালো পারফর্ম করেছিলাম, যার ফলে আমি ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফেও আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।'
প্রথমবারের মতো পাকিস্তান দলে সুযোগ পেয়ে নাফে জানিয়েছেন এটা তার গর্বের মুহূর্ত, 'অবশ্যই এটা আমার জন্য অনেক গর্বের মুহূর্ত। আলহামদুলিল্লাহ, যে জিনিসের জন্য কষ্ট করছিলাম—নিজের দেশের হয়ে খেলা, ইনশাআল্লাহ এখন নাম এসেছে। চেষ্টা থাকবে সেখানে গিয়েও পারফর্ম করার। আপনারা দোয়া করবেন।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস