ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ইমাদ ওয়াসিম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই বনে যান জয়ের নায়ক। পুরো দল যেখানে জয়ের উল্লাসে ফেঁটে পড়েছে, সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিলেন ইমাদ। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি।

রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ ওয়ামিস।

তিনি লেখেন, ‘‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’’

তিনি আরও লেখেন, ‘‘দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ্য করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি।’

‘‘সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আমি আগের মতোই দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করে যাব। আপনাদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ।’’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন, ‘‘অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবু তা এতদিন টিকে ছিল।’’

উল্লেখ্য, ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক। ছয় বছর একসঙ্গে সংসার করেন তারা। এই দম্পতির ঘরে রয়েছে তিনটি সন্তান।