অফিশিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে জনপ্রিয় শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী এক বছরের জন্য টিকটকের সঙ্গে চুক্তি করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাফুফে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাফুফের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি ফুটবলের সঙ্গে সমর্থকদের সম্পৃক্ততা আরো বৃদ্ধি করবে এবং কনটেন্ট ক্রিয়েটরদের জাতীয় ফুটবল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করবে বলে আশা প্রকাশ করেছে বাফুফে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, 'বাংলাদেশে ফুটবল বরাবরই জনপ্রিয় ও আবেগঘন খেলাগুলোর একটি। পুরুষ, নারী ও যুব ফুটবলে আগ্রহ ক্রমেই বাড়ছে। তরুণ প্রজন্ম যখন মোবাইলভিত্তিক শর্ট ভিডিও কনটেন্টের মাধ্যমে খেলাধুলা উপভোগ করছে, তখন এই পার্টনারশীপের মাধ্যমে বাফুফে আরো বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারবে।'

'আগামী ১২ মাস টিকটক বাফুফের প্রধান ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে ম্যাচের হাইলাইটস, খেলোয়াড়দের গল্প, অনুশীলনের মুহূর্ত, সমর্থকদের প্রতিক্রিয়া এবং বাফুফের বিভিন্ন কার্যক্রমের এক্সক্লুসিভ কনটেন্ট প্রকাশ করা হবে। বছরব্যাপী একটি ‘অলওয়েজ-অন’ কনটেন্ট কৌশলের মাধ্যমে এই পার্টনারশীপ বাস্তবায়িত হবে, যেখানে থাকবে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে হ্যাশট্যাগ চ্যালেঞ্জ এবং গুরুত্বপূর্ণ ম্যাচ-ডে অ্যাক্টিভেশন, যা পুরো মৌসুমজুড়ে দর্শকসংখ্যা ও অংশগ্রহণ বাড়াবে।'

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, 'এই চুক্তি বাংলাদেশের ফুটবলের সঙ্গে সমর্থকদের মেলবন্ধন ঘটাতে আমাদের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে। টিকটক আমাদেরকে ৯০ মিনিটের খেলার বাইরেও সমর্থকদের সঙ্গে আবেগ ও রোমাঞ্চের গল্প বলার সুযোগ করে দিচ্ছে। এটি দেশের ফুটবল সংস্কৃতি ও সম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

এইচজেএস