রংপুরের কাছে হারের পর যে আক্ষেপ কোচ বাবুলের
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দারুণ শুরু করেছে রংপুর রাইডার্স। আজ সোমবার সিলেটে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে বিপিএল শুরু করেছে রংপুর। ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। এমন হারের পর আক্ষেপ করেছেন চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল।
তবে নিজেদের হারের কারণ জানাতে গিয়ে বলেছেন, শেষে দল গোছানোর জন্য পর্যাপ্ত সময় পাননি। আক্ষেপ করে বাবুল বলেছেন, 'একটা দল তৈরি করতে অন্তত ৬ থেকে ৭ মাস সময় লাগে। যারা নাকি নতুন এসেছে তাদের সেই সময়টা ছিল না দল বানানোর জন্য। রংপুর তো আগে থেকেই দল তৈরি করা ছিল। বরিশাল এই বছর খেলছে না। বরিশালের যে খেলোয়াড়রা ছিল তারা তাদের নিতে পেরেছে।'
বিজ্ঞাপন
পরে রংপুরের প্রশংসা করে বাবুল বলেছেন, 'পুরো টুর্নামেন্টের দিকে তাকালে—যতগুলো দল আছে, কাগজে-কলমে রংপুরই খাতা কলমে সেরা দল। বাংলাদেশের সবচেয়ে ভালো খেলোয়াড়দের বড় একটা অংশ তাদের দলে আছে। পাশাপাশি তাদের বিদেশি খেলোয়াড়রাও অনেক ভালো। অবশ্যই রংপুর ভালো দল।'
আগামী কয়েক দিনের মধ্যে আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের যোগ দেয়ার কথা রয়েছে চট্টগ্রামের সঙ্গে, 'পরবর্তী ম্যাচে আমরা আসিফ আলীকে পাচ্ছি পাকিস্তানি খেলোয়াড়। আর আজকে রসিংস্টোন খেলেছে। কালকে আমরা তার সাথে কথা বলেছি কালকেই আমরা রিকোয়েস্ট করেছি আসার জন্য এবং সে সকালে সাড়ে ১০টায় এসে নেমেছে এবং ম্যাচ খেলেছে।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস