ভারতীয় ক্রিকেটারকে দেওয়া ব্র্যাডম্যানের ‘উপহার’ নিলামে
নিলামে উঠেছে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ। ব্র্যাডম্যান এই ক্যাপটি ভারতীয় টেস্ট ক্রিকেটার এস. ডব্লিউ. সোহোনিকে উপহার দিয়েছিলেন। গত ৭৫ বছরেরও বেশি সময় ধরে এটি সোহোনি পরিবারের কাছেই সংরক্ষিত ছিল; এর আগে কখনও এটি বিক্রির জন্য তোলা হয়নি বা পরিবারের বাইরে কোথাও প্রদর্শন করা হয়নি।
‘দ্য ডন’ হিসেবে পরিচিত ব্র্যাডম্যান আজও সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত। ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে মাত্র ৫২টি টেস্ট ম্যাচে তিনি ২৯টি সেঞ্চুরি করেছিলেন। বর্তমানে তাঁর একটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে তোলা হয়েছে, যার ডাক শুরু হয়েছে মাত্র ১ ডলার থেকে এবং আগামী ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে এই নিলাম শেষ হবে।
বিজ্ঞাপন
বর্তমান যুগের অস্ট্রেলীয় খেলোয়াড়দের মতো নয়, ব্র্যাডম্যানের যুগে টেস্ট ক্রিকেটাররা প্রতিটি সিরিজের জন্য আলাদা আলাদা ক্যাপ ব্যবহার করতেন।
লয়েডস অকশনসের লি হেমস বলেন, ‘এটি ক্রিকেট ইতিহাসের একটি আসল অংশ, যা স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ব্যক্তিগতভাবে উপহার দিয়েছিলেন। দীর্ঘ ৭৫ বছর ধরে একটি পরিবারের মালিকানায় থাকা এবং ‘দ্য ডন’-এর সাথে সম্পৃক্ত। নিলামে এটি ব্র্যাডম্যান-সম্পর্কিত অন্যতম গুরুত্বপূর্ণ বস্তুতে পরিণত হয়েছে।’
বিজ্ঞাপন
১৯৪৮ সালে ব্র্যাডম্যান যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখন তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এটি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত।
১৯৪৭-৪৮ সালে ভারতের বিপক্ষে সিরিজের সময় এই ক্যাপটি ব্যবহৃত হয়েছিল। এখন প্রকাশ্য নিলামে তোলা হবে, যা ইতোমধ্যে ব্যক্তিগত সংগ্রাহক, জাদুঘর, প্রতিষ্ঠান এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, ১৯২৮ সালে অভিষেকের মৌসুমে ব্র্যাডম্যানের পরা প্রথম ব্যাগি গ্রিন ক্যাপটি ২০২০ সালে সাড়ে চার লাখ ডলারে বিক্রি হয়েছিল।
তবে এখন পর্যন্ত ব্যাগি গ্রিন ক্যাপের জন্য সর্বোচ্চ মূল্যের রেকর্ড শেন ওয়ার্নের দখলে। ২০১৯-২০ সালের ভয়াবহ দাবানলে জরুরি পরিষেবাগুলোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই লেগ স্পিনারের ক্যাপটি ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে কমনওয়েলথ ব্যাংক কিনে নিয়েছিল। অবশ্য ওয়ার্ন তার পুরো ক্যারিয়ারে কেবল ওই একটিই ক্যাপ ব্যবহার করেছিলেন।
এফএইচএম/