হাকিমির ফেরার ম্যাচে জাম্বিয়াকে উড়িয়ে দিল মরক্কো
চোটের কারণে দুই মাস জাতীয় দলের বাইরে ছিলেন মরক্কোর অভিজ্ঞ ডিফেন্ডার আশরাফ হাকিমি। তার ফেরার ম্যাচে আফ্রিকা কাপ অব নেশন্সে জাম্বিয়ার বিপক্ষে ৩-০ গোল ব্যবধানে জয় পেয়েছে মরক্কো। তাতেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত হয়েছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।
রাবাতে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হয় মরক্কো। ম্যাচের শুরু থেকেই জাম্বিয়ার রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় মরক্কোর আক্রমণভাগ। সেই সুবাদে নবম মিনিটেই প্রথম গোল পায় মরক্কো। দলের হয়ে প্রথম গোলটি করেন আইয়ুব আল কাবি।
বিজ্ঞাপন
আর ম্যাচের ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। এমস তাকে অ্যাস্টিস্ট করেন আবদে ইজালজৌলি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরক্কো।
দুই গোলে এগিয়ে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধের কিছুটা ধীর গতির খেলা খেলে। এরপরও গোল আদায় করতে পারেনি প্রতিপক্ষ জাম্বিয়া। উল্টো ম্যাচের ৫০তম মিনিটে গোল নিজের দ্বিতীয় গোলটি করেন আইয়ুব আল কাবি। তাতেই তিন গোল ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। আর শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন হাকিমিরা।
বিজ্ঞাপন
এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান নিশ্চিত করে গ্রুপসেরা হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে মরক্কো। ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। আর ২ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান জাম্বিয়ারা। এদিকে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মালি ও ২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে কমোরোস।
এমএমএম