ইকুয়েডরে বার্সেলোনার বিপক্ষে খেলবেন মেসিরা
মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় ইন্টার মায়ামি। এই বছর এমএলএস কাপে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। একটি দুর্দান্ত মৌসুম শেষ করার পর প্রাক-মৌসুম সফরের প্রস্তুতি নিচ্ছে। তারা খেলবে বার্সেলোনার সঙ্গে, তবে স্পেনের নয়, ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা এসসি। মেসির দল আনুষ্ঠানিকভাবে পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ঘোষণা করেছে।
পেরুতে এটি হতে যাচ্ছে মায়ামির টানা দ্বিতীয় প্রাক-মৌসুম সফর, যা শুরু হবে লিমা থেকে। আগামী ২৪ জানুয়ারি আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে স্থানীয় জায়ান্ট ও ২৫টি লিগ শিরোপা জয়ী আলিয়াঞ্জা লিমার মুখোমুখি হবে তারা।
বিজ্ঞাপন
পেরুতে ম্যাচ খেলে দলটি কলম্বিয়ায় ৩১ জানুয়ারি আতলেতিকো নাসিওনালের বিপক্ষে মাঠে নামবে। কলম্বিয়ার এই দলটি দুইবার কোপা লিবার্তাদোরেস জিতেছে এবং ১৮টি ঘরোয়া লিগ শিরোপাজয়ী।
মায়ামি তাদের দক্ষিণ আমেরিকা সফর শেষ করবে ইকুয়েডরে, যেখানে তারা গুয়ায়াকিলের শক্তিশালী দল বার্সেলোনা এসসির বিপক্ষে খেলবে। এস্তাদিও মনুমেন্টাল বাঙ্কো পিচিঞ্চায় মেসি এবং লুইস সুয়ারেজ মুখোমুখি হবেন অন্য এক ‘বার্সেলোনা’-র।
বিজ্ঞাপন
এমএলএস মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২১ ফেব্রুয়ারি, যেখানে মায়ামি লস অ্যাঞ্জেলেস কলিসিয়ামে এলএএফসির বিপক্ষে খেলবে।
এফএইচএম/