২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আর এই শিরোপা জয়ের মধ্য দিয়ে প্রথমবার ক্রিকেটে বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়েছিল চ্যাম্পিয়ন তকমা। সেই শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শাহিন আলম। তবে বিশ্বকাপ জয়ের পর থেকে এইচপি ক্রিকেটের সীমা ছাড়িয়ে আর উপরে উঠতে পারেননি। নিজের ইনজুরি ও বাবা-মায়ের অসুস্থতা মিলিয়ে আর্থিক সংকটে শাহিনের পরিবার।

কয়েক বছর ধরে চোটের টানাপোড়েন, পারিবারিক অস্বচ্ছলতা মিলিয়ে ক্রিকেট থেকেই দূরে হারিয়ে গেছেন শাহিন। মূলত ইনজুরির কারণে দীর্ঘ দুই বছর মাঠের বাইরে ছিলেন তিনি। সর্বশেষ ডিপিএলে সুস্থ হয়ে মাঠে ফিরে খেলেছেন মোটে ৩ ম্যাচ।

চলমান প্রথম বিভাগ ক্রিকেটে খেলতে চেয়েছিলেন শাহিন, কিন্তু বেশ কিছু ক্লাব লিগ বর্জন করায় সুযোগ মেলেনি তারও। এর মধ্যে বাবা-মায়ের অসুস্থতা, আর্থিক অনটনসহ নানান চাপের মুখে তিনি। তবে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইতোমধ্যেই। এবার এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

পাশাপাশি শাহিনের সাবেক সতীর্থ ও যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ (বুধবার) সকালে ঢাকা পোস্টকে শাহিন জানিয়েছেন, ‘বিসিবি থেকে তার বিষয়ে খোঁজ নিয়েছে। ফাহিম স্যার ফোন দিয়েছিলেন আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এ ছাড়া তানজিদ তামিম ভাই জানিয়েছে সবাই মিলে পাশে থাকার কথা।’

পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহীনের ব্যাপারে তারা জেনেছে। পাশে থাকার চেষ্টা করবে, পাশাপাশি কীভাবে আবার ক্রিকেটে ফেরানো যায় সেটাও লক্ষ্য।

এসএইচ/এএইচএস