তলানিতে থাকা দলের বিপক্ষেও জয়হীন ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে মঙ্গলবার রাতে পয়েন্ট টেবিলের তলানি উলভারহ্যাম্পটন উলভসের বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে এক গোলে এগিয়ে থেকেও জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। উলভসের বিপক্ষে ম্যাচটি ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছে।
এই ড্র পরও পয়েন্ট টেবিলে ইউনাইটেডের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে তারা। এদিকে ১৯ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট অর্জন করা উলভসের অবস্থান টেবিলের ২০ নম্বরে। আর সর্বোচ্চ ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল।
বিজ্ঞাপন
একটি করে পয়েন্ট ভাগাভাগি হলেও ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। পুরো ম্যাচের ৫৬ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে তারা। আর উলভসের গোলবার বরাবর মোট শট নেয় ২৩টি। এর মধ্যে অনটার্গেটেই শট ছিল সাতটি। তবে একবার মাত্র জালে বল জড়িয়েছে।
অন্যদিকে পুরো ম্যাচের ৪৬ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পারেন উলভসের ফুটবলাররা। আর ইউনাইটেডের গোলবারের দিকে তাক করে তারা শট নিয়েছে মোট ১২টি।
বিজ্ঞাপন
চোট ও অনুপস্থিতিতে আটজন নিয়মিত খেলোয়াড় না থাকায় ইউনাইটেডের পারফরম্যান্স ছিল অনেকটা এলোমেলো। প্রথমার্ধে জশুয়া জির্কজির শট শাডিস্লাভ ক্রেইচির গায়ে লেগে জালে জড়ালে কিছুটা ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। তবে বিরতির ঠিক আগে কর্নার থেকে হেডের মাধ্যমে গোল করে উলভসকে সমতায় ফেরান ক্রেইচিই।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ চালায়। উলভসের প্যাট্রিক ডরশু শেষ দিকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ইউনাইটেডও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে তলানিতে থাকা উলভস এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে আমোরিম বলেন, ‘‘আমরা আক্রমণে যথেষ্ট তরলতা পাইনি। সুযোগ ছিল, কিন্তু খেলা মানের ঘাটতি ছিল।
সের প্যাট্রিক ডরগু শেষ দিকে গোল করলেও অফসাইডে বাতিল হয়। ইউনাইটেডও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে তলানিতে থাকা উলভস এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে আমোরিম বলেন, “আমরা আক্রমণে যথেষ্ট তরলতা পাইনি। সুযোগ ছিল, কিন্তু মানের ঘাটতি ছিল।” ড্রয়ের পর গ্যালারি থেকে ভেসে আসে দুয়ো, যা দলের বর্তমান অবস্থাকেই স্পষ্ট করে।