মাঝপথে গাড়ি নষ্ট, ঠেলে মাঠে গেলেন চার ক্রিকেটার
গত জুনের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে লন্ডনে যানজটে পড়ে যাওয়ায় সাইকেল চালিয়ে মাঠে যান ক্রিকেটাররা। ওই ঘটনা বিশ্বে বেশ আলোচিত হয়েছিল। এবার ম্যাচের আগে অস্ট্রেলিয়ায় ঘটল অন্যরকম ঘটনা। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে পার্থ স্কর্চার্সের খেলা ছিল। দলটির চার ক্রিকেটারকে বহনকারী ট্যাক্সি মাঝপথে নষ্ট হয়ে যায়। উপায় না দেখে ওই ট্যাক্সি ঠেলে মাঠে উপস্থিত হন পার্থের ক্রিকেটাররা।
লরি ইভান্স, অ্যাস্টন অ্যাগার, অ্যারন হার্ডি ও মাহলি বিয়ার্ডম্যান উবারে করে স্টেডিয়ামে রওনা হয়েছিলেন। রাস্তায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তখনো স্টেডিয়াম বেশ দূরে। বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয় তাদের।
বিজ্ঞাপন
চার ক্রিকেটারের কিট ছিল গাড়িতে। তারা ভেবেছিলেন, গাড়ি ঠেলে একটু এগোবেন। যদি গাড়ি চালু হয়ে যায়, তা হলে আবার বসে পড়বেন। কিন্তু গাড়ি আর চালু হয়নি। ওভাবে ঠেলতে ঠেলতেই স্টেডিয়ামে পৌঁছান তারা। ক্রিকেটারদের গাড়ি ঠেলার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন অনেকে, যা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। অবশ্য চার ক্রিকেটারকে হাসিমুখেই গাড়ি ঠেলতে দেখা গিয়েছে।
পরে খেলার মাঝেও এই ঘটনা নিয়ে আলোচনা হয়। ধারাভাষ্যকারেরা ইভান্সের কাছে জানতে চান, ঠিক কী হয়েছিল? তখন পুরো ঘটনাটি খুলে বলেন তিনি। তা শুনে ধারাভাষ্যকারেরাও হেসে ফেলেন।
বিজ্ঞাপন
অবশ্য মাঠের বাইরের এই ঘটনা পার্থের খেলায় প্রভাব ফেলেনি। প্রথমে ব্যাট করে ২০২ রান করে পার্থ। অপরাজিত ৯৯ রান করেন অ্যাশটন টার্নার। পরে ১৭.৩ ওভারে ১৩১ রানে সিডনিকে অলআউট করে তারা। ৭১ রানে ম্যাচ জিতে পার্থ বিগ ব্যাশ লিগে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠেছে। মেলবোর্ন স্টার্স শীর্ষে, দ্বিতীয় স্থানে হোবার্ট হারিকেন্স।
এফএইচএম/