ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ৬ বছর পর গত নভেম্বরে টেস্ট ম্যাচ ফেরে কলকাতার ইডেন গার্ডেনে। কিন্তু সেই ম্যাচে বোলাররা অনেক বেশি সুবিধা পেয়েছিলেন। ফলে পিচের সমালোচনা করেছিলেন অনেকেই। তবে ইডেনের সেই উইকেটকে সন্তোষজনক রেটিং দিয়েছে আইসিসি।

আইসিসির নিয়ম অনুযায়ী, উইকেট খুব বেশি অসম হলে সেই ভেন্যুকে নেতিবাচক রেটিং দেওয়া হয়। এমনকি শাস্তিও পেতে পারে। তবে এবার ইডেন গার্ডেন তেমন কোনো শাস্তির মুখে পড়েনি। 

আইসিসির চার ধাপের পিচ রেটিং ব্যবস্থায় ‘সন্তোষজনক’ দ্বিতীয় স্তরের মান। এর উপরে রয়েছে ‘ভালো’ ও ‘খুব ভালো’ আর নিচের দুই ধাপ হলো ‘অসন্তোষজনক’ ও সর্বনিম্ন ‘অনুপযুক্ত’।

কলকাতায় সর্বশেষ টেস্টে পুরো ম্যাচে কোনো দলই এক ইনিংসে ২০০ রান করতে পারেনি। চতুর্থ ইনিংসে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অলআউট হয়ে যায় মাত্র ৯৩ রানে। ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেন, ‘আমরা যা চেয়েছিলাম পিচ ঠিক তেমনই ছিল।’

এইচজেএস