চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত ৩০ ডিসেম্বরের স্থগিত দুটি ম্যাচ হবে আগামী ৪ জানুয়ারি। সিলেট পর্বের এই দুই ম্যাচ সিলেটেই হচ্ছে। যদিও ২ জানুয়ারী সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিলেট পর্ব শেষে ৫ জানুয়ারী থেকে চট্টগ্রামে মাঠে গড়ানোর কথা ছিল বিপিএল। তবে চট্টগ্রামে কোনো ম্যাচ আয়োজন করছে না বিসিবি। চট্টগ্রামের পরিবর্তে সেই ম্যাচগুলো সিলেটেই হবে। ফলে ১২ জানুয়ারি পর্যন্ত খেলা চলবে সিলেটে।

চট্টগ্রাম ভেন্যু বাতিল করার কারণ হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা উল্লেখ্য করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া সম্প্রচার-সরঞ্জাম ব্যবস্থাপনার কথাও মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিপিএলের পরিবর্তিত সূচি—

১ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-ঢাকা ক্যাপিটালস
সন্ধ্যা ৬টা, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স

২ জানুয়ারি
দুপুর ২টা, ঢাকা ক্যাপিটালস-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স

৪ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্স

৫ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-সিলেট টাইটান্স
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-রংপুর রাইডার্স

৭ জানুয়ারি
দুপুর ১টা, ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রসে
সন্ধ্যা ৬টা, চট্টগ্রাম রয়্যালস-সিলেট টাইটানস

৮ জানুয়ারি
দুপুর ১টা, নোয়াখালী এক্সপ্রেস-রাজশাহী ওয়ারিয়র্স
সন্ধ্যা ৬টা, ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটানস

৯ জানুয়ারি
দুপুর ২টা, রাজশাহী ওয়ারিয়র্স-চট্টগ্রাম রয়্যালস
সন্ধ্যা ৭টা, নোয়াখালী এক্সপ্রেস-রংপুর রাইডার্স

১১ জানুয়ারি
দুপুর ১টা, রাজশাহী ওয়ারিয়র্স-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস

১২ জানুয়ারি
দুপুর ১টা, সিলেট টাইটানস-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৬টা, রাজশাহী ওয়ারিয়র্স-ঢাকা ক্যাপিটালস

এইচজেএস