আজ বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। এই জয়ে বল হাতে অবদান রেখেছেন মোহাম্মদ আমির। এদিন একটি মেইডেন ওভারও পেয়েছেন তিনি। তাতেই টি-টোয়েন্টিতে একটি রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই সাবেক পেসার।

সিলেটের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন আমির। নতুন বলে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। তার করা প্রথম ওভার থেকে কোনো রান নিতে পারেননি ঢাকার দুই ওপেনার সাইফ হাসান ও জোবায়েদ আকবারি।

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আমিরের ২৮তম মেইডেন এটি। এই সংস্করণের ক্রিকেটে আমিরের চেয়ে বেশি মেইডেন পেয়েছেন কেবল সুনীল নারিন। ক্যারিবিয়ান এই স্পিনার টি-টোয়েন্টিতে ৩৩ বার মেইডেন পেয়েছেন।

আমির আজ মেইডেন ওভারের দিক থেকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। ২৭ বার মেইডেন পেয়েছেন এই বাংলাদেশি স্পিনার। টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় এখন তিন নম্বরে আছেন সাকিব।

এইচজেএস