ব্র্যাক ব্যাংক অপরাজেয় নারী হকিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) চ্যাম্পিয়ন হয়েছে। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি ৮ গোলে জয়লাভ করেছে। বিকেএসপি ৫ ম্যাচে ৬৪ গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি। বিকেএসপি'র মেয়েরা সারা বছর ভালো কোচের অধীনে প্রশিক্ষণ নেয়। এই টুর্নামেন্টে বিকেএসপির একচ্ছত্র আধিপত্য থাকবে এটা অনুমেয়ই ছিল।

ফাইনালে সর্বোচ্চ চার গোল করেছেন কণা আক্তার। আন্তর্জাতিক বয়স ভিত্তিক টুর্নামেন্টে আলোড়ন তোলা অর্পিতা পাল জোড়া গোল করেছেন আজও। নিনি সেন রাখাইন ও তন্নী খাতুন একটি করে গোল করেন। 

অর্পিতা পাল ২২ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। বিকেএসপির আইরিন আক্তার রিয়া হয়েছেন টুর্নামেন্ট সেরা। সেরা গোলরক্ষক হয়েছেন রাজশাহীর মহুয়া। কিশোরগঞ্জের অপূর্ব পেয়েছেন সেরা উদীয়মান তারকার পুরস্কার।

ব্র্যাংক ব্যাংক হকি ফেডারেশনকে প্রায় এক কোটি টাকা পৃষ্ঠপোষকতা করেছে। কোটি টাকার টুর্নামেন্ট হলেও চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি মাত্র ৮০ হাজার টাকা। রানার্স আপ দল পেয়েছে ৬০ হাজার। সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, গোলরক্ষকরা পেয়েছেন মাত্র ১০ হাজার করে।   

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাতুল্লাহ খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) সহ অন্যান্য কর্মকর্তারা।

১৮ জেলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চারটি জোনে ভাগ হয়ে। জোনাল চ্যাম্পিয়নরা মূল পর্বে ঢাকায় এসে খেলার সুযোগ পেয়েছে। বিকেএসপি সরাসরি মূল পর্বে অংশগ্রহণ করেছে।

এজেড/এইচজেএস