অসুস্থ হয়ে হাসপাতালে রবার্তো কার্লোস।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রযেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

৫২ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার ইনস্টাগ্রামে বিছানায় হাসিমুখের একটি ছবি শেয়ার করেন। এরপর ক্যাপশনে নিজের অবস্থার কথা জানান তিনি। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার গুজবও নাকচ করেন।

কার্লোস জানান, তিনি আগেই নির্ধারিত একটি প্রতিরোধমূলক চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। চিকিৎসকদের সঙ্গে পরিকল্পনা করেই এই চিকিৎসা নেওয়া হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এক বিবৃতিতে কার্লোস বলেন, ‘‘আমি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া তথ্যগুলো পরিষ্কার করতে চাই। আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হইনি। এটি ছিল আগেভাগেই পরিকল্পিত একটি চিকিৎসা প্রক্রিয়া, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমি ভালোভাবে সেরে উঠছি। খুব শিগগিরই আবার স্বাভাবিক জীবন ও পেশাগত কাজে ফিরতে চাই।’’

সমর্থকদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে এই সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা বলেন, সবার ভালোবাসা ও উদ্বেগের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে চিকিৎসক দলকেও ধন্যবাদ জানিয়েছেন কার্লোস।

রবার্তো কার্লোস ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলেন। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় তার অবস্থান তিন নম্বরে। তার ওপরে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র ও কাফু।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৭টি ম্যাচ খেলেছেন ৫২ বছর বয়সী কার্লোস। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে চারটি লা-লিগা ও তিনটি চ্যাম্পিয়নসলিগ জেতেন এই কিংবদন্তি। ফুটবল ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ছাড়াও পালমেইরাস, ইন্টার মিলান, ফেনারবাচে ও করিন্থিয়ান্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবার্তো কার্লোস।

 

এমএমএম/