সাকিবকে ছাড়িয়ে অনন্য মাইলফলকে মুস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নিজের করা প্রথম ওভারেই সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সাজঘরে পাঠান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাতেই হয়েছে রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন মুস্তাফিজ।
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেটের মাইলফলকের পৌঁছেছিলেন সাকিব আল হাসান। তারপরে এই কীর্তি গড়লেন মুস্তাফিজ। এই মাইলফলকে পৌঁছাতে মুস্তাফিজ খেলেছেন মোট ৩১৫টি ম্যাচ।
বিজ্ঞাপন
তবে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক সাকিব আল হাসানই। ৪৬৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫০৭।
এদিকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সাকিবের অবস্থান পাঁচ নম্বরে। মুস্তাফিজুর রহমান আছেন সেরা দশে। এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। ৫০৭ ম্যাচে ৬৮৫টি উইকেট নিয়েছেন তিনি। ৬৩১টি উইকেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিন নম্বরে অবস্থান আরেক ক্যারিবীয় তারকা সুনীল নারিনের। তার ঝুঁলিতে রয়েছে ৬০৮টি উইকেট। আর ৫৭০ উইকেট নিয়ে চার নম্বরে আছেন প্রোটিয়া লেগ-স্পিনার ইমরান তাহির।