সিলেটের হারের কারণ জানালেন নাসুম
চলতি বিপিএলে এখনও পর্যন্ত সবগুলো ম্যাচই ঘরের মাঠে খেলেছেন সিলেট। তবে সুবিধা করতে পারছে না মেহেদী হাসান মিরাজের দল। ৫ ম্যাচ খেলে কোনো ম্যাচেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি টাইটান্সরা, ফলাফল হেরেছে ৩টি ম্যাচেই।
সবশেষ আজ চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে হেরেছে সিলেট। পরে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসুম আহমেদ জানালেন পাওয়ার প্লে কাজে লাগাতে না পারাতেই এই ব্যর্থতা।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা পাওয়ার প্লে ভালোভাবে ইউজ করতে পারিনি। অনেকগুলো উইকেট হারিয়েছি, আর ওইটা আমরা ওভারকাম করতে পারিনি। ওমরজাই আর পারভেজ খেলাটা ধরেছিল; কিন্তু রান করার সময় আনফরচুনেটলি আউট হয়ে গেছে।’
উইকেট ও কন্ডিশন নিয়ে প্রশ্ন উঠলেও অজুহাত দিতে নারাজ নাসুম, ‘এটা অজুহাত দেব না আমি। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আগে ব্যাটিং হোক আর বোলিং হোক, আমাকে খেলতেই হবে। সব কন্ডিশনে মানায় নিতে হবে।’
বিজ্ঞাপন
নিজের বোলিং পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনা করে নাসুম বলেন, ‘২০ ওভারের মধ্যে দুই-তিনটা ওভারে বড় রান হয়ে যাচ্ছে। এখান থেকেই খেলা হাতছাড়া হয়ে যাচ্ছে।’
এসএইচ/এইচজেএস