ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেড মধ্যকার ম্যাচের দৃশ্য।

উলভসের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে বছর শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেডের ২০২৬ সালের শুরুটাও ভালো হলো না। তুলনামূলক কম শক্তিশালী দল লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করে বছরটা শুরু করলেন রুবেন আমোরিমের শিষ্যরা।

অ্যালান রোড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধটা ছিল অনেকটা ম্যাড়ম্যাড়ে। বল নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি কোনো দলই। বিরতির আগ পর্যন্ত উভয় দলই কয়েকটি সুযোগ পেলেও কেউই পায়নি কাঙ্ক্ষিত গোলের দেখা। ফলে গোলশূন্য ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় উভয়পক্ষ। তবে শুরুর দিকে স্বাগতিক লিডস ইউনাইটেড ছিল বেশি আক্রমণাত্মক। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৬২তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। ব্রেন্ডেন অ্যারোসনের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ড্যানিয়াল ফার্কের শিষ্যরা।

তবে লিডসকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তিন মিনিট পরেই স্বাগতিকদের জালে বল পাঠান ম্যাথিউস কুনহা। জশুয়া জির্কজের বাড়ানো পাসে নিখুঁত শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর শেষ মিনিট পর্যন্ত দুদলই আর কোনো গোল আদায় করতে পারেনি। ফলে ১-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে একটি করে পয়েন্ট পেয়েছে দুদল। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে রয়েছে লিডস। এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আর্সেনালের। ২০ ম্যাচে গানার্সদের সংগ্রহ সর্বোচ্চ ৪৮ পয়েন্ট।

 

এমএমএম