বিপিএলের নিরাপত্তায় পুলিশ কমছে, যুক্ত হচ্ছে আনসার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেটপর্বের পরবর্তী ম্যাচগুলোতে নিরাপত্তায় পরিবর্তন আনার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এজন্য কিছু পুলিশ সদস্য কমিয়ে নিরাপত্তায় আনসার সদস্য যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
রোববার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে চিঠি দেওয়া হয়।
বিজ্ঞাপন
মূলত জাতীয় নির্বাচন উপলক্ষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রান্তিক পর্যায়ে মোতায়েন করা হবে বলে জানায় সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না।
বিজ্ঞাপন
ফলে বিসিবিকে বিকল্প নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। বিসিবিও বিকল্প নিরাপত্তার সন্ধান করছে।
সিলেট মেট্রোপলিট্রন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, চিঠিতে উল্লিখিত তথ্যানুযায়ী, পুলিশ সদস্যের সংখ্যা কিছুটা কমিয়ে আনসার সদস্যদের মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করা হবে। অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক থাকবে এবং পুরো নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ পুলিশের হাতেই থাকবে। নতুন এই কর্মপরিকল্পনাটি কাল সকালের মধ্যে চূড়ান্ত করা হবে।
পুলিশ প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেন, যে সংখ্যক আনসার সদস্য যোগ দেবেন, বিভিন্ন ডিউটি থেকে ঠিক সমপরিমাণ পুলিশ সদস্যকে সরিয়ে নেওয়া হবে। মূল ভেন্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগের মতোই পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, আগে প্রায় ৬৭০ জন পুলিশ সদস্য ও ৬৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র্যাব তাদের মতো করে মোতায়েন ছিল।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস বলেন, বিপিএল উপলক্ষে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা কমানো হয়নি। খেলার ভেন্যু পরিবর্তনের কারণে শুধু নিরাপত্তা বাহিনীর শিফটিং হয়েছে। এতে সাময়িক কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
মাসুদ আহমদ রনি/এমএমএম