‘যেখানে মুস্তাফিজের সম্মান নেই, সেই খেলা দেখার দরকার নেই’
দিন দুয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ থাকছে।
বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। এ নিয়ে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'পারফরম্যান্সের কারণে হতে পারত, যে সে ভালো পারফর্ম করছে না, তাকে হয়তো ছেড়ে দিয়েছে কিন্তু কোনো কিছুই না দেখিয়ে আপনি পাঠিয়েছেন। এটা কিন্তু আমাদের নাগরিকদের ছুঁয়ে গেছে। তো আমাদের দিনশেষে আমাদের স্বার্থটা দেখতে হবে।'
বিজ্ঞাপন
'যে জিনিসটা করেছে মুস্তাফিজকে নিয়ে এটা ভালো কাজ করেনি। আমার মনে হয় যে খেলার মাঠে এই জিনিসটা না আসাই ভালো।'-যোগ করেন তিনি।
চলতি বছর আইপিএলের সম্প্রচার বা এই সংক্রান্ত কোনো অনুষ্ঠানও প্রচার না করার পক্ষে পাইলট, 'যেখানে আমাদের খেলোয়াড়দের সম্মান নাই সেই চ্যানেলটা বা সেই স্পোর্টস আমাদের দেখারও দরকার নাই। আমরা দেখবই না ওই খেলা কেননা আমরা ক্রিকেটকে ভালোবাসি, ওভার অল স্পোর্টসকে ভালোবাসি, কিন্তু আপনি যখন আমাদের একটা নাগরিককে অসম্মান করবেন তো আমার কাছে মনে হয় যে ওইটা আমাদের এভয়েড (না দেখা) করাই উচিত।'
বিজ্ঞাপন
শ্রীলঙ্কায় বাংলাদশের ম্যাচগুলো স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই সিদ্ধান্তের পক্ষে মত দিলেন পাইলট, 'সাধারণ নাগরিক হিসেবে সেখানে একজন খেলোয়াড়কে যদি নিরাপত্তা না দেয়া যেতে পারে তাহলে যেকোনো একটা দুর্ঘটনা হতে পারে। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে খুবই ভালো সিদ্ধান্ত বোর্ড আইসিসিকে জানিয়েছে যে একটা অন্য ভেন্যু তৈরি করা।'
আমরা বিশ্বকাপ খেলব কিন্তু আইসিসির অধীনে এবং আপনাকে কিন্তু দিনশেষে চিঠিটা দিতেই হবে আইসিসিকে এবং আইসিসি কতখানি স্বচ্ছ থাকবে অস্বচ্ছ থাকবে (জানি না...)। আমরা সবাই জানি যে আইসিসি বেশিরভাগই কিন্তু দাপট দেখাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড।'
এসএইচ/এইচজেএস