ব্যাটিং ঝড়ে চট্টগ্রামকে ‘সারপ্রাইজ’ করে দেন খালেদ
বিপিএলের দ্বাদশ আসরে গতকাল (বুধবার) পুরোদস্তুর ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন পেসার খালেদ আহমেদ। সিলেট টাইটান্সকে না জেতাতে পারলেও তার ৯ বলে এক চার ও তিন ছক্কায় ২৫ রানের ইনিংস চমক সৃষ্টি করেছে। যা দেখে হতবাক হয়েছেন প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালসের জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়। ২১ বলে ৪৪ রানের ইনিংসে জয় ম্যাচসেরা হয়েছেন।
গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটকে ১৯৯ রানের লক্ষ্য দেওয়ার পর ১৪ রানে জিতেছে চট্টগ্রাম। ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে কথা বলেন জয়। ২৫ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে যাই তখন মনে হয়েছিল উইকেট খুবই ভালো। মারলে হয়তোবা লাগবে। তাই আমি চেষ্টা করেছি।’
বিজ্ঞাপন
এর আগে এনসিএল টি-টোয়েন্টিতে দেড়শ’র বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন জয়। যদিও নামের পাশে জুড়ে আছে ‘টেস্ট ব্যাটার’ তকমা। তবে কি এবার টি-টোয়েন্টির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই ডানহাতি ব্যাটার। জয় বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে চেষ্টা তো থাকবেই। আমি সব জায়গায় খেলার চেষ্টা করি। এখন বিপিএল হচ্ছে, তাই বিপিএলে ভালো করার চেষ্টা করছি।’
বিজ্ঞাপন
চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়ায় ১৪ রানে হারে সিলেট টাইটান্স। মূলত ১৯.৪ বলে ১৮৪ রানে থামে সিলেটের ইনিংস। শেষ ব্যাটসম্যান হিসেবে তানভীরের বলে আউট হন খালেদ আহমেদ। এই পেসারের ২৫ রানের ইনিংসেই খেলায় কিছুটা উত্তেজনা ভর করেছিল। যদিও শেষের সমীকরণটা মেলাতে পারেননি খালেদ।
খালেদের ব্যাটিংটা চট্টগ্রামের জন্য ‘সারপ্রাইজ’ হয়ে এসেছে বলে জানান জয়, ‘খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিয়েছিল সবাইকে। আমাদের মেইন বোলার শরিফুল-তানভীর। ওদের কয়েকটা ভালো ছয় মেরে দেয়। সবাই তো একটু সারপ্রাইজ হয়ে গেছিল।’
এসএইচ/এএইচএস