বিগ ব্যাশ লিগে উপভোগ্য সময় কাটাচ্ছেন বাংলাদেশের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। ১১ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের তালিকায় আছেন। গতকাল (শুক্রবার) ষষ্ঠ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে রিশাদের দল হোবার্ট হারিকেন্স। যেখানে জাদুকরী বোলিং করা বাংলাদেশি তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৭ রানে ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন রিশাদ। যার সুবাদে ৩৭ রানের জয় পেয়েছে হোবার্ট। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে হোবার্ট ১৭৮ রান সংগ্রহ করেছিল। জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখা রিশাদকে নিয়ে দলটির অধিনায়ক এলিস বলেন, ‘এ বছর তারা (রিশাদ-রেহান) আমাদের জন্য দুর্দান্ত পারফরম্যান্স করছে। তারা দুজনই বিশ্বমানের। আমরা হয়তো টুর্নামেন্টের শেষের দিকে রেহানকে (আহমেদ) পাচ্ছি না, কিন্তু আমাদের রিশাদ আছে। সে খুবই ভালো মানের বোলার।’

হোবার্টের জয়ের ম্যাচে ২ ওভারে ৭ রানের বিনিময়ে ২ উইকেট নেন নাথান এলিস। যদিও তারচেয়ে অন্য ক্রিকেটারদের পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল বলে আলোচিত হচ্ছে। তবুও ম্যাচসেরার পুরস্কার পাওয়া নিয়ে এলিস জানিয়েছেন, ‘আজকে এটা (ম্যান অব ম্যাচ অ্যাওয়ার্ড) ধরে রাখাটা আমার কাছে একটু বোকামি লাগছে। কারণ আমার মনে হয় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মতো আরও ৪-৫ জনের সুযোগ ছিল।’

হোবার্টের বেলেরিভ ওভালের একপাশে ছোট হওয়া সত্ত্বেও যখনই রিশাদকে ডাকা হয়, হাসিমুখে বল হাতে নিয়েছেন বলে দাবি এলিসের। সে কারণে বাংলাদেশি এই তারকার প্রশংসা করে হোবার্ট অধিনায়ক বলেন, ‘ঐতিহ্যগতভাবে বেলেরিভ ওভাল খুবই ভালো উইকেট। আমার মনে হয় সবশেষ কয়েক বছরে আমাদের স্পিনারদের গতির বৈচিত্র্য নিয়ে কিছুটা রহস্য তৈরি হয়েছে। এটা আমাদের অনেকদূর নিয়ে গেছে। আমার মনে হয় আমি তাদের নিয়ে যথেষ্ট প্রশংসা করতে পারছি না। তারা সত্যিই কঠোর পরিশ্রম করছে এবং আমি যা চাই তাই করে।’

‘আজকে কিন্তু মাঠের একটা দিক তুলনামূলক ছোট ছিল। রিশাদকে যখনই ডেকেছি তখনই সে হাসিমুখে বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে এটা খুবই আনন্দের। ব্যাটিংয়ের সময় আমরা উইকেট অনুযায়ী খেলেছি, এটি ভালো ব্যাটিং-বান্ধব। মোট রান কত হতে পারে জানতাম না, তবে আমাদের ১৮৫ পর্যন্ত যাওয়ার লক্ষ্য ছিল। তাদের বোলাররাও কৃতিত্ব পাবে। মাঝের ওভারে তরুণ ও স্পিনাররা ভালো করেছে এবং ক্ষতের পরিমাণও কমিয়েছে। মনে হয়েছিল আমাদের ২৫-৩০ রানের ঘাটতি আছে, লড়াইয়ে থাকতে হলে দ্রুত উইকেট নিতে হবে। যার বাস্তবায়ন করেছে বোলররা।’

আগে থেকেই বিগ ব্যাশের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট। আজ ৩৭ রানের জয়ে তারা সেটি আরও পাকাপোক্ত করেছে। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। সমান ৮ পয়েন্ট নিয়ে এরপর যথাক্রমে অবস্থান করছে পার্থ স্কচার্স, মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্স।

এএইচএস