বোলিংয়ের সুযোগ পাননি রিশাদ, সবার আগে প্লে অফে তার দল
এবারের বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের ৯ ম্যাচের সবগুলোতেই খেললেন রিশাদ হোসেন। কিন্তু আজ (রোববার) নবম ম্যাচে এসে বোলিংয়ের সুযোগ পেলেন না তিনি। বৃষ্টি তাকে বল করার সুযোগ দেয়নি। সিডনি সিক্সার্সের বিপক্ষে এই ম্যাচ ফলশূন্য ছিল। আর পয়েন্ট ভাগাভাগি করে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে হোবার্ট।
অ্যাশেজ শেষে স্টিভ স্মিথকে ফিরিয়ে বিগ ব্যাশ লিগে মাঠে নেমেছিল সিডনি সিক্সার্স। শুরুটা ভালো হয়নি। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৫ ওভারে বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে অজি ব্যাটার ৩২ রান তোলেন। এরপর নামে বৃষ্টি। প্রায় দুই ঘণ্টা পর খেলা ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সফল স্পিনার রিশাদ। তার দলের পয়েন্ট ১৩। একটি ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট আগামী বুধবার শেষ গ্রুপ ম্যাচে ব্রিসবেন হিটের মুখোমুখি হবে। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে গেছে সিডনি।
এফএইচএম/
বিজ্ঞাপন