সাইফউদ্দিনের ব্যাট ভেঙে ফেলল এসএ পরিবহন
ক্রিজে ফেলে রাখা সাইফউদ্দিনের এই ব্যাটটাই ভাঙা অবস্থায় পেয়েছেন এসএ পরিবহন থেকে/ক্রিকইনফো
বাংলাদেশ দল জিম্বাবুয়ে সফরে চলে গেছে গত মঙ্গলবার। তবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন আছেন দেশেই। সীমিত ওভারের স্কোয়াডে থাকায় তিনি দলের সঙ্গে যোগ দেবেন কিছু পরে। দেশেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এই প্রস্তুতি নিতে নিতেই তার সঙ্গে ঘটেছে এক মন খারাপ করা ঘটনা।
জিম্বাবুয়ে সফরে খেলবেন যে ব্যাট দিয়ে, সেটা সারাতে দিয়েছিলেন তিনি। ফেনী থেকে সেটা যাচ্ছিল রাজশাহীতে, কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের মাধ্যমে। কিন্তু তা সারানোর বদলে ভাঙা অবস্থায় ফেরত পেলেন তিনি।
বিজ্ঞাপন
ব্যাটের কাঁধের দিকে ভাঙা পেয়ে মনটাই খারাপ হয়ে গেছে বাংলাদেশের তরুণ এই অলরাউন্ডারের। তার অভিযোগ, এসএ পরিবহনের অসতর্কতাতেই ঘটেছে এমন দুর্ঘটনা। তার মন খারাপ করার আরও বড় কারণ, ব্যাটটা যে নিয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে!
বিজ্ঞাপন
নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় করা এক পোস্টে এ খবর জানিয়েছেন তিনি। সে পোস্টে তিনি জুড়ে দিয়েছেন ভাঙা ব্যাটের ছবি। লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে, ব্যাট রিপেয়ারিং করার জন্য দুইটা ব্যাট।’
সদ্যসমাপ্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করা এই অলরাউন্ডার আরও যোগ করেন, ‘কিন্তু রিপেয়ার এর পরিবর্তে ব্যাট এর অবস্থা (ছবিতে)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
একটি ব্যাট ৪০ হাজার টাকা দিয়ে কেনে সতীর্থ সাকিব আল হাসানের থেকে। আরেকটি স্পন্সর প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়েছেন। দুটো ব্যাটের দাম ৭৫ হাজার টাকা। কিন্তু দুটো ব্যাটই ভেঙে গেলো সাইফউদ্দিনের।
এনইউ/এটি