বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ কখন, কোথায়?
ফাইল ছবি
করোনা প্রাদুর্ভাবের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রহর গুণছে বাংলাদেশ দল। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে প্রায় ১০ মাস পর লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামবে টাইগাররা। উইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি সেটি। পরের দিনই ঘোষণা আসে, আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ১৯ মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট।
বিজ্ঞাপন
এরপর ঘরোয়া ক্রিকেট দিয়ে বাইশ গজে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায়নি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। সেই অপেক্ষার অবসান হবে উইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। ৩ ম্যাচের ওয়ানডের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে ক্যারিবীয়রা। এই সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি।
করোনার পরীক্ষার পর ১০ জানুয়ারি হোটেলে উঠবে বাংলাদেশ দল। এদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করবে টাইগার স্কোয়াডে ডাক পাওয়া খেলোয়াড়রা। তবে ১০ তারিখ বাংলাদেশ আসায় করোনা প্রটোকল মেনে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত অনুশীলনের সুযোগ পাবে না সফরকারীরা।
বিজ্ঞাপন
এদিকে ১১ ও ১২ জানুয়ারি দুপুর ১.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত অনুশীলন রেখেছে বাংলাদেশ দল। ১৩ জানুয়ারি তারা নিজেদের ঝালিয়ে নিবে সকাল ৯.৩০ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। ১৪ আর ১৬ জানুয়ারি আছে দুইটি অনুশীলন ম্যাচ। ম্যাচ দুইটি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। মাঝে ১৫ জানুয়ারি ছুটি কাটাবেন স্কোয়াডের সদস্যরা।
সব ঠিক থাকলে আগামী ১৪ জানুয়ারি থেকে অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর দেড়টা থেকে বিকেল ৪.৩০ মিনিট পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে জেসন মোহাম্মদের দল। ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ জানুয়ারি নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি গা গরম ম্যাচ খেলবে তারা।
এক নজরে বাংলাদেশ বনাম উইন্ডিজ দলের ম্যাচ সূচি-
ম্যাচ, তারিখ, সময়, ভেন্যু
১ম ওয়ানডে, ২০ জানুয়ারি, সকাল ১১.৩০ মিনিট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২য় ওয়ানডে, ২২ জানুয়ারি, সকাল ১১.৩০ মিনিট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
১ম ওয়ানডে, ২৫ জানুয়ারি, সকাল ১১.৩০ মিনিট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১ম টেস্ট, ৩ ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মিনিট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২য় টেস্ট, ১১ ফেব্রুয়ারি, সকাল ৯.৩০ মিনিট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
টিআইএস/ এমএইচ