টঙ্গীসহ চার ভেন্যুতে হবে প্রিমিয়ার লিগ
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
১৩ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল। এই আসর শুরুর আগে সর্বশেষ সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ ম্যানেজম্যান্ট কমিটি। বাফুফের যে কোনো সভা মানে খেলা পিছিয়ে যাওয়া। সেই রীতি অবশ্য এবার অনুসরণ হয়নি।
পূর্ব নির্ধারিত ১৩ জানুয়ারিই শুরু হচ্ছে বিপিএল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামসহ ঢাকার আশেপাশে আরও তিন ভেন্যুতে হবে এবারের লিগ। ঢাকার নিকটবর্তী তিন জেলা মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়াম, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম ও টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম আছে প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকায়।
টঙ্গী স্টেডিয়াম শুধুমাত্র আর্চারির জন্য নির্ধারিত। আর্চারি ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদকে বাফুফের বরাদ্দ বাতিলের অনুরোধ জানিয়েছিল। আর্চার রোমান সানা টোকিও অলিম্পিকে খেলবেন। এজন্য টঙ্গীতেই অনুশীলন করছেন। অলিম্পিক এসোসিয়েশনও জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করেছে টঙ্গীর ভেন্যু শুধু আরচ্যারির ব্যবহারের জন্যই।
বিজ্ঞাপন
শনিবার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান সালাম মুর্শেদি বলেন, ‘আর্চারি দেশের গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খেলা। আর্চাররা অলিম্পিক খেলবেন আমাদের গর্বের বিষয়। তাদের প্রস্তুতি যেন ব্যাঘাত না ঘটে এজন্য আমরা সেভাবে সমন্বয় করব।’
বিশ্বস্ত সূত্রের খবর, জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফের বরাদ্দ বাতিল করে দিয়েছিল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বৃহস্পতিবার বাফুফে ভবনে আসার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিশেষ অনুরোধে টঙ্গীকে আবার ভেন্যু হিসেবে পাচ্ছে ফুটবল।
এজেড/ এমএইচ
বিজ্ঞাপন