টেস্ট ক্রিকেটের সংস্কৃতিটা বেশ পাল্টে গেছে। ম্যাচ শুরুর দু-একদিন আগেই একাদশ ঘোষণা করে দেয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। সম্প্রতি ভারতও সে পথেই হাঁটছে। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে একাদশ নিয়ে পরিষ্কার ধারণা নেই খোদ বাংলাদেশ দলের টেস্ট ফরম্যাটের অধিনায়ক মুমিনুল হকের।

আগামীকাল (বুধবার) জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে টাইগাররা। চোটের কারণে সে ম্যাচে তামিম ইকবালের না খেলা অনেকটাই নিশ্চিত। তবে এখনো আশা ছাড়ছেন না মুমিনুল। সিরিজ শুরুর আগে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে কথা বলেছেন তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী রাব্বিকে নিয়ে।

তামিমের প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখব। আজ অনুশীলন আছে, কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তামিম ভাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বিশেষ করে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি। এ কারণেই অপেক্ষা করা।’

তবে তামিম না খেললেও চোট থেকে সুস্থ হয়ে ফেরা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর খেলবেন বলে জানালেন মুমিনুল, ‘মুশফিক ভাই অবশ্যই খেলবে। আর সাকিব ভাই ফেরাতে দলের কম্বিনেশনটা খুব সহজ হয়। তখন একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।’

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য শুরুতে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তামিম, মুশফিকের চোটের কারণে দলে রাখা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। দেওয়া হয় ১৮ সদস্যের দল।

এ ম্যাচে তাকে খেলানো হবে কি না জানতে চাইলে মুমিনুল বললেন, ‘রিয়াদ ভাইয়ের ব্যাপারে টিম ম্যানেজমেন্ট আর আমরা এখনও উইকেট দেখতে পারি নাই। দেখার পর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে আমরা আশাবাদি আছি তার ব্যাপারে।’

১৮ সদস্যের দলে থাকা ইয়াসির আলী রাব্বিকে নিয়েও কথা বলতে হয়েছে মুমিনুলকে। দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও এখনো অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি তিনি। মুমিনুলের ভাবনা, টিম কম্বিনেশনের কারণে এবার সুযোগ মিলতে পারে তার।

টাইগারদের টেস্ট অধিনায়ক জানালেন, ‘রাব্বি ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। অন্য কোন ক্রিকেটার হলে এতদিন টিকতো না। কিন্তু সে বর্তমান কম্বিনেশনের কারণে থাকতে পারে।’

টিআইএস/এটি