হাঁটুর ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে পারেননি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন কিনা সেটি পরীক্ষা করার মঞ্চ একমাত্র প্রস্তুতি ম্যাচটি। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে মাঠে নেমে অর্ধশতক তুলে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে বুধবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ব্যাট করতে নেমে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলছেন তামিম। মাত্র ৪৫ বলে অর্ধশতক তুলে নেন তিনি। নিজের ইনিংসটি সাজান ৯টি ও ১টি ছয়ের মারে।

তামিম হাত খুলে খেললেও রান তোলায় ব্যস্ততা নেই আরেক ওপেনার নাঈম শেখের। পঞ্চাশের নিচে স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। 

এই প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ৮২ রান। তামিম ৫১ ও নাঈম ২২ রানে অপরাজিত থেকে ব্যাটিং করছেন।

টিআইএস/এটি