বসুন্ধরার প্রস্তাবে রবসনের সম্মতি
রবসন রবিনহো/ফাইল ছবি
আগস্টের শেষ সপ্তাহে বসুন্ধরা কিংসের এএফসি কাপ। অস্কার ব্রুজনের দলের অন্যতম শক্তি ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবিনহো রবসন। আগামীকাল ১৫ জুলাই ছিল কিংসর সঙ্গে রবসনের চুক্তির শেষ দিন।
প্রিমিয়ার লিগের সময় বর্ধিত হওয়ায় ও এএফসি কাপের সময় পরিবর্তন হয়ে আগস্টে পুননির্ধারিত হওয়ায় কিংসকে চুক্তি নবায়নের বিষয়ে ভাবতে হয়। এ সকল ক্ষেত্রে বাংলাদেশে খেলা আফ্রিকান বিদেশিরা মৌখিক বা সমঝোতার ভিত্তিতে এক মাসের জন্য খেলে। রবসনের মতো উচু মানের পেশাদার ফুটবলাররা আনুষ্ঠানিক চুক্তি ছাড়া খেলেন না।
বিজ্ঞাপন
দেশের সবচেয়ে পেশাদার ক্লাব বসুন্ধরা কিংস তিন মাসের চুক্তি নবায়নের প্রস্তাব দেয়। রবসন ক্লাবের চুক্তি বিবেচনা করে সম্মতি দিয়েছে। গতকাল রাতে ট্রান্সফার ম্যানেজমেন্ট সিস্টেমে (বিদেশি ফুটবলার আন্তর্জাতিক নিবন্ধন মাধ্যম) রবসন আরো তিন মাসের জন্য নিবন্ধিত হয়েছেন কিংসের জন্য।
রবসনের চুক্তি নবায়ন প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এএফসি কাপেও এই কম্বিনেশন বজায় রাখতে চাই। আমাদের অন্য বিদেশিদের সঙ্গে চুক্তির মেয়াদ থাকলেও রবসনের ছিল না। এজন্য আমরা উভয় পক্ষ আলোচনা সাপেক্ষ তিন মাসের চুক্তি বর্ধিত করেছি।’
বিজ্ঞাপন
রবসন ১৬ গোল করে এখন লিগের সর্বোচ্চ গোলদাতা। ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে ধারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে এসেছিলেন রবসন৷
এজেড/এটি