সেঞ্চুরির পথে লিটন দাস/ক্রিকইনফো

হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৫৫ রানের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরিজে মাঠে নামার আগেই বাংলাদেশ দলে ছিল বেশ কিছু সমস্যা। পারিবারিক কারণে মুশফিকুর রহিম দেশে ফিরে এসেছেন। মুস্তাফিজুর রহমান চোটের কারণে একাদশে নেই। অধিনায়ক তামিম ইকবালও খেলছেন চোট নিয়েই। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলাতে পূর্ণ শক্তির একাদশ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা।

তবে সেই তাদের ছাড়াও জিততে সমস্যা হয়নি টাইগারদের। দুই দলের শক্তির ব্যবধান আরও একবার মনে করিয়ে দিয়ে মাঠের লড়াইয়ে টাইগারদের কাছে অনায়াসেই ধরাশায়ী হয়েছে স্বাগতিকরা।

আগে ব্যাট করা বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি ছিল লিটন দাসের। যাতে ভর করে জিম্বাবুয়ের সামনে ২৭৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় টাইগাররা। ওয়ানডেতে এই লক্ষ্য এখন তাড়া হয়ে যায় হরহামেশাই। তবু এই লক্ষ্য যেন জিম্বাবুয়ের কাছে ঠেকছিল এভারেস্টসমই। এই লক্ষ্যের চাপেই তারা খেই হারিয়েছে। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ১৫৫ রানের রেকর্ড ব্যবধানে জয় পায় সফরকারী বাংলাদেশ।

এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন পেয়েছে বাংলাদেশ দল। জয়ের পরপরই এক বিবৃতিতে অভিনন্দনবার্তাটি জানানো হয়।

এইউএ/এনইউ