ম্যাচ সেন্টার: সিরিজ জিতল বাংলাদেশ
একমাত্র টেস্টের পর প্রথম ওয়ানডেতেও জয়, সফরের শুরুটা এর চেয়ে ভালো হতেই পারত না বাংলাদেশের। এবার মিশন ওয়ানডে সিরিজ জয়ের। সে লক্ষ্য নিয়েই আজ রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। এই ম্যাচের লাইভ আপডেট জানাচ্ছে ঢাকা পোস্ট-
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 18, 2021
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 18, 2021
স্কোর-
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (মারুমানি ১৩, চাকাভা ২৬, টেইলর ৪৬, মায়ার্স ৩৪, মাধেভেরে ৫৬, রাজা ৩০, জঙ্গুয়ে ৮, মুজারাবানি ০, চাতারা ৪*, এনগারভা ৭*; তাসকিন ১০-০-৩৮-১, সাইফ ১০-০-৫৪-১, মিরাজ ৭.২-০-৩৪-১, শরিফুল ১০-০-৪৬-৪, সাকিব ১০-০-৪২-২, মোসাদ্দেক ১.৪-০-৭-০, আফিফ ১-০-১১-০)।
— Zimbabwe Cricket (@ZimCricketv) July 18, 2021