লিওনেল মেসির জন্য পাগলামি যেন কোনো সীমানাই মানছে না। আজ এক সপ্তাহ পূর্ণ হলো আর্জেন্টিনার সেই ঐতিহাসিক জয়ের। তবু যেন উদযাপন থামছেই না। গতকাল চীনে দেখা মিলেছে অভিনব এক প্রকার উদযাপনের। সাংহাইয়ের বিখ্যাত বানিজ্যিক ভবনের গোটা রঙটাই বদলে গেল আর্জেন্টিনার রঙে!

চীনের সাংহাইয়ে এক্সপো এক্সিস বদলে গিয়েছিল আকাশি সাদা রঙে। তার মধ্যমণি আর কে হবেন মেসি ছাড়া? দালানের বিশাল বিশাল দেয়ালে ছয় বারের ব্যালন ডি’অর বিজয়ীর চেহারা ভেসে উঠল, যাতে তিনি তার কিংবদন্তিতুল্য ১০ নম্বর জার্সি পরে শট নিচ্ছেন। 

নয়নাভিরাম এই লাইট শো দেখতে সেদিন এখানে হাজির হয়েছিলেন কমপক্ষে হাজার দশেক মানুষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, আগামী মাসে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের কথা চলছে চীনে!

তবে মেসিদের জয়ে ভিনদেশীদের উদযাপন এটাই প্রথম নয়। সে রাতেই মারাকানা স্টেডিয়ামের বাইরে মেসির আর্জেন্টিনার কোপা জয়ে শামিল হয়েছিলেন ব্রাজিলিয়ান সমর্থকরা। তখনই বেশ কিছু এশিয়ান আর্জেন্টিনা ভক্তের প্রতিক্রিয়ার ভিডিও আন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। যেখানে চীনের কয়েকজনকে রীতিমতো আনন্দের কান্নাও কাঁদতে দেখা গিয়েছিল! 

বাংলাদেশের কথা তো রীতিমতো ছাপা হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেই! যেখানে ব্রাজিল-আর্জেন্টিনা উত্তেজনায় জরুরী অবস্থার কথা উঠে এসেছিল। এরপর আর্জেন্টিনা যখন কোপা জিতল তখন বাংলাদেশে আনন্দ মিছিলের ভিডিও দারুণভাবেই প্রচারিত হয়েছিল আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে।

এনইউ/এটি