ফিফটির পর ইশান কিষাণকে অভিনন্দন ধাওয়ানের/ ছবি: ইএসপিএন-ক্রিকইনফো

২৬২ রান নিয়েও লড়তে পারল না শ্রীলঙ্কা। নিজেদের মাঠে বরং ভারতের দুই তরুণের দাপুটে ব্যাটিং অসহায় করে দিল তাদের। রোববার কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের ৭ উইকেটে হারাল ভারত। দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা।

অবশ্য লঙ্কানদের বিপক্ষে জয় নতুন কিছু নয় ভারতের। জয়টাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছে তারা। এনিয়ে শ্রীলঙ্কার মাঠে টানা ৯ ম্যাচ জিতল তারা। এমন জয়ের পর তরুণদের প্রশংশায় পঞ্চমুখ হলেন শিখর ধাওয়ান। যার ব্যাট থেকেও এসেছে অপরাজিত ৮৬। আর দলকে তো নেতৃত্ব দিচ্ছেন তিনিই।

লঙ্কানদের ছুঁড়ে দেওয়া লক্ষের মুখে নেমে পৃথ্বী শ আর ইশান কিষাণ দাপট নিয়ে ব্যাট করেন। পৃথ্বী ৪৩ করতে খেলেন মাত্র ২৪ বল। ইশান ৪২ বলে ৫৯। তাদের ব্যাটিংয়ে মুগ্ধ ধাওয়ান বলছিলেন, ‘নন স্ট্রাইকারে দাঁড়িয়ে ওদের ব্যাটিং দেখতে দারুণ লাগছিল আমার। ওরা দলের শক্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। পৃথ্বী ও ইশান যেভাবে ব্যাট করছিল, ওরা প্রথম ১৫ ওভারেই ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা শেষ করে দিয়েছিল।’

আইপিএলে ভাল বোলারদের বিপক্ষে খেলে ভারতীয় তরুণদের আত্মবিশ্বাস বেড়েছে বলে মনে করেন ধাওয়ান,  ‘আমি ওদের বলছিলাম মাথা ঠান্ডা রাখতে। তবে এরা প্রত্যেকেই আইপিএল-এ খেলে এসেছে। অনেক বেশি পরিণত। প্রথম ১৫ ওভারেই ম্যাচটা শেষ করে দিয়েছিল।’ 
 
প্রথম ম্যাচ জেতা হলো। এবার সিরিজ জয়ের মিশন ভারতের। কলম্বোতেই মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিদের সঙ্গে লড়বে তারা। 

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬২/৯ (আভিশকা ৩৩, মিনোদ ২৭, রাজাপাকসে ২৪, ধনাঞ্জয়া ১৪, আসালঙ্কা ৩৮, শানাকা ৩৯, হাসারাঙ্গা ৮, চামিকা ৪৩*, উদানা ৮, চামিরা ১৩; দিপক চাহার ২/৩৭, হার্দিক ১/৩৪, চেহেল ২/৫২, কুলদিপ ২/৪৮, ক্রুনাল ১/২৬)।
ভারত: ৩৬.৪ ওভারে ২৬৩/৩ (পৃথ্বী ৪৩, শিখর ৮৬*, কিষাণ ৫৯, মনিশ ২৬, সূর্যকুমার ৩১*; ধনাঞ্জয়া ২/৪৯, সান্দাক্যান ১/৫৩)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত।
ম্যাচসেরা: পৃথ্বী শ

এটি