সৌম্য সরকার/ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। কিছুদিন আগে জাতীয় দলের নিয়মিত সদস্য থাকলেও বর্তমানে নির্বাচকদের ‘গুড বুকে’ নাম নেই তার।

নিউজিল্যান্ড সফরের পর বাদ পড়েন শ্রীলঙ্কা সফরের টেস্ট দল থেকে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি সৌম্য। জিম্বাবুয়ে সফরের জন্য বিবেচিত হলেও ডাক পেয়েছেন শুধুমাত্র টি-টোয়েন্টির স্কোয়াডে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে ফিফটির দেখা পেয়েছেন সৌম্য। বোলিংয়ে হাত ঘুরিয়ে নিয়ছেন ১ উইকেট। দীর্ঘদিন পর সুযোগ পেয়ে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি সৌম্য। জানালেন, ভালো করতে নিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন তিনি।

সৌম্য বলেন, ‘আমার নিজের প্রতিযোগিতাটা নিজের সাথে নিজের। নিজে যদি ভালো খেলি অবশ্যই (সুযোগ আসবে)। এসব নিয়ে যদি আমি বেশি চিন্তা করি তবে চাপ আসবে নিজের উপরই। নিজের খেলাটাই নিজে খেলতে থাকি। অবশ্যই নিজের জায়গা আবার ফিরে পাবো।’

১৫৩ রানের লক্ষ্য টপকাতে নেমে রান আউট হয়ে ফেরার আগে, ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন সৌম্য। দলের নিয়মিত ওপেনার লিটন দাসের চোটে ওপেনিংয়ে সুযোগ পান সৌম্য। সেটি কাজে লাগাতে ভুল করেননি তিনি।

ম্যাচ শেষে সৌম্য জানালেন, ‘প্রথমে তো আমার ৩ নম্বরে ব্যাট করার কথা ছিল। লিটন চোট পেয়েছে, মাঠ থেকে যখন বাইরে আসলাম তখনই কোচ বলল যে আমি ওপেন করবো। তখন নিজেকে ঐ ভাবে প্রস্তুত করেছিলাম মানসিকভাবে যে নতুন পার্টনার, উইকেটে গিয়ে কথা বলে সময় নিয়ে ব্যাট করার।’

সঙ্গে যোগ করে সৌম্য, ‘প্রথম দিকে যখন রান আসছিল না, নাঈমের সাথে কথা বলছিলাম যে একটা ওভার ১০-১২ পেলে আমরা কাভার করে ফেলবো। নাইম একটা ওভারে ৩ টা চার মারে এর পর ফ্লো আমাদের কাছে আসে। তখন কন্টিনিউ করেছিলাম।’

টিআইএস/এনইউ