বাংলাদেশ সফরের আগে অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না। এমনিতে আগে থেকেই নাম সরিয়ে নিয়েছিলেন বেশ কয়েকজন বড় তারকা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও। এবার অনিশ্চয়তা তৈরি হলো আরও এক ক্রিকেটারকে নিয়ে। 

বেন ম্যাকডারমট চোট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে। তার ব্যথা পাওয়ার ধরনটাও একটু অদ্ভুত। জেসন হোল্ডারের ক্যাচ নিতে গিয়েছিলেন তিনি। ছিলেন বাউন্ডারির কাছাকাছি, ক্যাচ ধরতে দিয়েছিলেন লাফ। হুট করেই তিনি পড়েন মাঠের পাশে রাখা বৃষ্টির কাভারে।

সেটি আবার ছিল পিচ্ছিল। চোট পান ম্যাকডারমট। সঙ্গে সঙ্গে চিকিৎসা নিয়ে অবশ্য ফিল্ডিংও করেছিলেন তিনি। কিন্তু পরদিন দেখা যায় তার ‍অ্যাঙ্কেল গেছে ফুলে। এখনো অবশ্য তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। তৃতীয় ওয়ানডের দিন স্ক্যান করানো হবে, তার রিপোর্টের ফলের ওপরই নির্ভর করছে ম্যাকডারমটের ভাগ্য। 

তিনি যদি খেলতে না পারেন তাহলে ভাগ্য খুলে যেতে পারে ৩৮ বছর বয়সী ক্রিকেটার ড্যান ক্রিশ্চিয়ানের। মজার ব্যাপার হলো ২০১৭ সালের পর কোনো লিস্ট ‘এ’ ম্যাচই খেলেননি তিনি, আন্তর্জাতিক ওয়ানডে তো বহু দূরের কথা। হাঁটুতে চোট পাওয়া অধিনায়ক ফিঞ্চ অস্ত্রোপাচার করাতে ফিরে যাবেন দেশে। বাংলাদেশে তিনি আসবেন না। 

ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস ল্যাবুশেন, প্যাট কামিন্সরাও আগেই নাম সরিয়ে নিয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ৩ আগস্ট। পরের চার ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। বাংলাদেশের সঙ্গে এক সপ্তাহে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলায়। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

এমএইচ