হাসপাতাল থেকে ছাড়া পাননি কামরুজ্জামান
দেশের প্রথিতযশা সাংবাদিক ও ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ মুহাম্মদ কামরুজ্জামান রাজধানীর ল্যাব এইডে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার ভর্তি হওয়ার পর চিকিৎসক ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছিলেন। সেই পর্যবেক্ষণ শেষে আরও দুই-তিন দিন কামরুজ্জামানকে হাসপাতালে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তার ভাগিনা অ্যাডভোকেট পারভেজ গতকাল রাতে হাসপাতালে মামার পাশে ছিলেন। আজ সোমবার দুপুরে তিনি জানান, ‘মামার রক্তচাপ এখন অনেকটা স্বাভাবিকের দিকে ৭০-১০০। বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। সেই রিপোর্টগুলো ধারাবাহিকভাবে আসছে। মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানজুর রাহমান গালিবের তত্বাবধায়নে আছেন তিনি। ডাক্তার তাকে আরও দুই-তিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন।’
বিজ্ঞাপন
প্রায় আশি ছুঁই ছুঁই ক্রীড়া সাংবাদিকের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে পারভেজ বলেন, ‘মামা অনেকটা সুস্থ। বার্ধক্য হওয়ায় চিকিৎসক কয়েকটি পরীক্ষা করে ও আরও পর্যবেক্ষণ রাখছেন।’
গত পরশু দিন রাতে নিজ বাসায় হঠাৎ মাটিতে পড়ে যান কামরুজ্জামান। পরবর্তীতে তার আত্মীয়রা এসে প্রাথমিক চিকিৎসা করান। পরের দিন রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে জরুরি বিভাগে আসলে কেবিনে ভর্তি করানো হয় প্রবীণ এই সাংবাদিককে।
বিজ্ঞাপন
এজেড/এটি